Ajker Patrika

ফলাফলের পর হামলা সংঘর্ষে আহত ৫০

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১৫: ৪২
ফলাফলের পর হামলা  সংঘর্ষে আহত ৫০

জামালপুরের সরিষাবাড়ীতে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ফলাফল ঘোষণার পর বিজয়ী ও পরাজিত সদস্য প্রার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, সড়ক অবরোধ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ৫০ জন আহত হন। গতকাল সোমবার উপজেলার ডোয়াইল ইউনিয়নের কালিতলা দোলভিটি, পোগলদিঘা ইউনিয়নের একুশে মোড় ও কামরাবাদ ইউনিয়নের কান্দারপাড়ায় এ ঘটনা ঘটে। আহতরা সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নেন।

জানা গেছে, উপজেলার ডোয়াইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে (ফুটবল প্রতীক) লিটন মিয়া বিজয়ী হন। পরাজিত প্রার্থী (ভ্যানগাড়ি প্রতীক) আশিকুর রহমান নবনির্বাচিত সদস্যের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ তোলেন। এ নিয়ে তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে এই ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। পরে লাল মিয়ার ক্ষুব্ধ সমর্থকেরা দোলভিটি এলাকায় কাঠের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অন্য দিকে পোগলদিঘা ইউনিয়নের একুশের মোড় এলাকা পরাজিত ইউপি সদস্য প্রার্থী (ফুটবল প্রতীক) আব্দুল মালেক রাঙ্গা ও অপর ইউপি সদস্য প্রার্থী (তালা প্রতীক) খোকন মিয়া নির্বাচনে পরাজিত হন। এই পরাজয়ে তাঁরা একে অপরকে দায়ী করেন। এ নিয়ে গতকাল সোমবার সকালে তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে এই ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষে অন্তত ১০ জন আহত হন।

এ দিকে কামরাবাদ ইউপির ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচিত হন (মোরগ প্রতীক) আব্দুর রৌফ দুখু। গতকাল সোমবার সকালে তাঁর একটি গরু ছিনিয়ে নেন পরাজিত ইউপি সদস্য প্রার্থী (তালা প্রতীক) মোফাজ্জল হোসেনের সমর্থকেরা। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে সোমবার দুপুরে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষে ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হন। আহতরা সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক বলেন, ‘ইউপি নির্বাচনকে কেন্দ্র করে পৃথক তিনটি স্থানে উত্তপ্ত পরিস্থিতি দেখা দেয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ এনেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত