Ajker Patrika

মধ্যরাতের আগুনে বিপুল ক্ষয়ক্ষতি

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১৫: ৫১
মধ্যরাতের আগুনে বিপুল ক্ষয়ক্ষতি

রামগঞ্জ পৌর এলাকার একটি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ আগুনে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে পৌর এলাকার কমরদিয়া গ্রামের সাবেক কাউন্সিলর মো. শাহজাহানের বাড়ি ও ব্যবসায় প্রতিষ্ঠানে এ আগুন লাগে। এতে প্রায় দেড় কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

রামগঞ্জ ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর কামরুল হাসান জানান, ‘এখানে অনেকগুলো কারখানা, ব্যাটারিচালিত রিকশার চার্জিং স্টেশন, মুদি দোকান, দুটি সেমি পাকা ঘর,৪টি বসতঘর ছিলো। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছি। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছাই।’

ক্ষতিগ্রস্ত মো. শাহজাহান বলেন, ‘রাত আনুমানিক দেড়টার দিকে বিদ্যুতের মিটার থেকে আগুনের সূত্রপাত হয়। কিছু বুঝে ওঠার আগেই আমার মালিকানাধীন আইসক্রিম কারখানা, ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজ, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল পুড়ে যায়। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও কোনো লাভ হয়নি।’

তাঁর দাবি, প্রায় এক ঘণ্টা পর রামগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে আসে। এর আগেই অন্তত দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।

এই আগুনে মো. শাহজাহানের বাড়ির ভাড়াটে অটোরিকশাচালক আলা উদ্দিন, সোহাগ ও মালেক মিয়ার বসতঘরের সব মালামাল পুড়ে যায়।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা জানান, ‘আমি খবর পেয়েছি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলীপ দে ও সহকারী প্রকৌশলী ক্ষতির পরিমাণ জানতে ঘটনাস্থলে যান। তাৎক্ষণিকভাবে সরকারি তহবিল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা দেওয়া হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত