Ajker Patrika

৪ ইউনিয়নে ছাত্রদলের কমিটি গঠন

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৯: ০২
৪ ইউনিয়নে ছাত্রদলের কমিটি গঠন

রাজাপুর উপজেলার চারটি ইউনিয়নে জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। গত রোববার রাতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল ইমরান কিরণ ও সদস্যসচিব রফিক মৃধা এই কমিটির অনুমোদন দেন। উপজেলা ছাত্রদলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

জানা যায়, ২ নম্বর শুক্তাগড়, ৩ নম্বর রাজাপুর, ৪ নম্বর গালুয়া ও ৬ নম্বর মঠবাড়ি ইউনিয়ন ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ২ নম্বর শুক্তাগড় ইউনিয়নের সভাপতি ফেরদৌস রিপন ও সাধারণ সম্পাদক কাওসার আহমেদ বাবুসহ ২০ সদস্য, ৩ নম্বর রাজাপুর সদর ইউনিয়নের সভাপতি শেখ শাহারিয়ার ও সাধারণ সম্পাদক সাকিব আল হাসানসহ ২৫ সদস্য, ৪ নম্বর গালুয়া ইউনিয়নের সভাপতি ইয়াসির আরাফাত ও সাধারণ সম্পাদক সোহাগ হোসেনসহ ২৬ সদস্য, ৬ নম্বর মঠবাড়ি ইউনিয়নের সভাপতি পলাশ মৃধা ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম খাইরুলসহ ৩১ সদস্যের কমিটি ঘোষণা দেয় উপজেলা ছাত্রদল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত