Ajker Patrika

কাঞ্চনের মন্তব্যে খেপলেন সহকর্মীরা

কাঞ্চনের মন্তব্যে খেপলেন সহকর্মীরা

গত রোববার ধরনা মিছিলে বসেছিলেন তৃণমূলের বিধায়ক ও অভিনেতা কাঞ্চন মল্লিক। সেখানে নিজের দলের লোকদের সঙ্গে বসে আর জি কর মেডিকেলে নির্যাতিতার বিচার চান তিনি। একই সঙ্গে একহাত নেন বিক্ষোভরত জুনিয়র চিকিৎসকদেরও। এমনকি বিচারের দাবিতে শামিল হওয়া তারকাদের ‘সরকারের দেওয়া পুরস্কার’ ফিরিয়ে দেওয়ার কথাও বলেন।

আর জি কর মেডিকেলের ধর্ষণ, খুনের ঘটনা পশ্চিমবঙ্গের সর্বত্র প্রতিবাদের ঝড় তুলেছে। সাধারণ মানুষের পাশাপাশি প্রায় প্রতিদিনই প্রতিবাদ মিছিলে অংশ নিচ্ছেন সেখানকার ছোট ও বড় পর্দার তারকারা। প্রতিবাদস্বরূপ রাজ্য সরকারের দেওয়া অনুদান না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে একাধিক পূজা কমিটি। কটাক্ষ করে কাঞ্চন মল্লিক বলেন, ‘অনেকে দুর্গাপূজার অনুদান নেবেন না বলেছেন, সেটা তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত। যাঁরা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে, তাঁরা সরকারি বেতন, বোনাস নেবেন তো? সরকারি পুরস্কার ফেরত দেবেন তো?’

কাঞ্চনের এ মন্তব্যের জেরে তৈরি হয়েছে বিতর্ক। শোবিজে তাঁর সহকর্মীরা প্রকাশ্যে কাঞ্চনের সমালোচনা করছেন। নিন্দায় সরব হয়েছেন ঋত্বিক চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী, ঋদ্ধি সেনসহ অনেকে। কাঞ্চনকে ‘বন্ধু তালিকা’ থেকে বাদ দিয়েছেন সুদীপ্তা চক্রবর্তীও।

ফেসবুকে তিনি লিখেছেন, ‘একসময়ের বন্ধু/সহকর্মী কাঞ্চন তোকে ত্যাগ দিলাম। অনুপ্রেরণার লকারে চোখ, কান, মাথা, মনুষ্যত্ব, বিবেক, বুদ্ধি, বিবেচনা, শিক্ষা সব ঢুকিয়ে রেখে চাবিটা হারিয়ে ফেলেছিস মনে হয়। চাবিটা খুঁজে পেলে খবর দিস বন্ধু।’ ঋত্বিক চক্রবর্তী লিখেছেন, ‘ঘাঁটা মল্লিক চাটা মল্লিক ফাটা মল্লিক টা টা মল্লিক।’

ঋদ্ধি সেন লিখেছেন, ‘যদি অন্যায়ের বিরুদ্ধে সরকারকে প্রশ্ন করতে গেলে সরকারি মাইনে ফেরত দিয়ে করতে হয়, তা হলে সেই একই নিয়মে কাঞ্চন মল্লিকের বাজে বকার জন্য বিধায়কসহ যেকোনো রাজনৈতিক পদ ফেরত দিয়ে অবিলম্বে স্কুলে ফেরত চলে যাওয়া উচিত। ভারতীয় সংবিধান না জেনে রাজনীতি করা তো দূরের কথা, ঠিক করে মোসাহেবিও করা যায় না।’

শুধু সমালোচনা নয়, কাঞ্চনের এ মন্তব্যের জেরে বাতিল হয়েছে তাঁর নাটকের শো। আগামী বছরে জানুয়ারিতে শিলিগুড়িতে চেতনা নাট্যদলের সঙ্গে তাঁর ‘মাগনরাজার পালা’য় অভিনয়ের কথা ছিল। নাট্যদলের পক্ষ থেকে অভিনেতা সুজন নীল মুখোপাধ্যায় জানান, কাঞ্চনের এ মন্তব্যের ঘটনায় শো বাতিল করে দিয়েছেন উদ্যোক্তারা।

এ বিষয়ে আত্মপক্ষ সমর্থন করে পরে কাঞ্চন মল্লিক বলেন, ‘আমি শুধু এটুকুই বলেছিলাম, চিকিৎসকেরা যখন বেতন পাচ্ছেন, তখন মুমূর্ষু রোগীরা কেন পরিষেবা পাবেন না? আমি আন্দোলন করার কথা বলে যদি কাজ বন্ধ রাখি, প্রযোজক কি আমাকে টাকা দেবেন? পেশাদার শিল্পী হিসেবে তো আমাকে কাজটা চালিয়ে যেতেই হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত