Ajker Patrika

সার ও বীজ পেলেন ১৭৫০ কৃষক

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১৪: ৩৫
সার ও বীজ পেলেন ১৭৫০ কৃষক

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় কৃষকদের মাঝে বিনা মূল্যে সার ও সরিষা বীজ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের সামনে উপজেলার ১ হাজার ৭৫০ জন কৃষকের মাঝে এই সার ও বীজ বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, রবি ২০২১-২০২২ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ ও খেসারি ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে সার ও বীজ সহায়তা প্রণোদনা কার্যক্রমের আওতায় কৃষি পুনর্বাসন সহায়তা কার্যক্রম ২০২১ এর উদ্বোধন করা হয়।

এতে বিনা মূল্যে উপজেলার ১ হাজার ৭৫০ জন কৃষকের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে।

কৃষকদের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু। উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীনের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মওদুদ আহমেদ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালন করেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মুহাম্মদ ফারুক আহসান।

ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমান বলেন, সার ও বীজ সহায়তা কার্যক্রমের আওতায় কৃষকদের মাঝে বিনা মূল্যে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে গম, ভুট্টা, সূর্যমুখী, চিনাবাদাম বীজ বিতরণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত