Ajker Patrika

যমেকে আরও ৩২ বিভাগ চালুর প্রস্তাব

যশোর প্রতিনিধি
আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৬: ৩১
যমেকে আরও ৩২ বিভাগ চালুর প্রস্তাব

যশোর মেডিকেলে কলেজে (যমেক) আরও ৩২টি বিভাগ চালুর জন্য সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকের দপ্তরে প্রস্তাবনা পাঠিয়েছে কর্তৃপক্ষ। মেডিকেল কলেজটিতে বর্তমানে ২১টি বিভাগে শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়। নতুন বিভাগগুলো চালু হলে কলেজটিতে বিভাগের সংখ্যা দাঁড়াবে ৫৩ টিতে। ফলে এমবিবিএস ডিগ্রির পাশাপাশি উচ্চতর ডিগ্রিও নিতে পারবেন শিক্ষার্থীরা। সুযোগ সৃষ্টি হবে বিদেশি শিক্ষার্থীদের অধ্যয়নেরও।

যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মহিদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

নতুন বিভাগ চালুর জন্য পাঠানো প্রস্তাবনায় নিউরো সার্জারি বিভাগ, সাধারণ সার্জারি, শিশু সার্জারি, বার্ন ও প্লাস্টিক সার্জারি, ইউরোলজি, স্ত্রীরোগ ও প্রসূতি, মেডিসিন, চক্ষুবিদ্যা, রেডিওলজি ও ইমেজিং, চর্ম ও বংশগত রোগ, অপারেশন থিয়েটার, অ্যানেস্থেসিওলজি ও ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজি, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের নাম রয়েছে।

এ ছাড়া রয়েছে রেসপিরেটরি মেডিসিন বিভাগ, নেফ্রোলজি, ল্যাবরেটরি অব মেডিসিন, সিসিইউসহ কার্ডিওলজি, এনআইসিইউ ও স্ক্যানসহ শিশু বিভাগ, দন্ত চিকিৎসা, শারীরিক বিদ্যা, জীবাণুমুক্তকরণ, স্নায়ুবিজ্ঞান, গ্যাস্ট্রো এন্ট্রারোলজি ও হেপাটোলজি, এন্ড্রাক্রিনোলজি ও মেটাবলিসাম, অনকোলজি, মনোরোগ, নিউটোলজি, দুর্ঘটনা ও জরুরি বিভাগ, হেমাটোলজি, অনকোলজি এবং হাসপাতাল লিনেন ও লন্ড্রি পরিষেবা বিভাগ।

যমেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. মহিদুর রহমান বলেন, ‘নতুন ৩২টি বিভাগ চালুর ব্যাপারে মতামত দিয়ে ইতিমধ্যে প্রকল্প পরিচালক বরাবর প্রস্তাবনা পাঠানো হয়েছে। এর অনুলিপি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। আমরা আশা করছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়গুলো বিবেচনা করে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি বিভাগগুলো চালুর অনুমোদন দেবেন।’

অধ্যাপক ডা. মহিদুর রহমান বলেন, ‘ভৌগোলিক দিক থেকে যশোর একটি গুরুত্বপূর্ণ জেলা। আশপাশের জেলা থেকে এখানে প্রচুর রোগী আসেন। সে ক্ষেত্রে শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের ক্ষেত্রেও সহায়ক জেলাটি।’

যশোর মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১০ সেপ্টেম্বর যশোর সদর হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের দ্বিতীয় তলায় অস্থায়ীভাবে কলেজের একাডেমিক কার্যক্রম শুরু হয়। পরে ২০১৬ সালের ১৭ জুলাই নিজস্ব ক্যাম্পাসে স্থানান্তর করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত