Ajker Patrika

‘গ্রামীণ অর্থনীতিকেও শক্তিশালী করা হচ্ছে’

যশোর প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৩: ৫৫
‘গ্রামীণ অর্থনীতিকেও শক্তিশালী করা হচ্ছে’

যশোর-৩ আসনের সাংসদ কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘বিভিন্ন মেগা প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশের চেহারায় আমুল পরিবর্তন এসেছে। কেবল মেগা প্রজেক্টই নয়, গ্রামীণ অর্থনীতিকেও শক্তিশালী করার মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দেশকে।’

৫০ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘বঙ্গবন্ধুকে দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্যে যশোরে পালিত হয়েছে ৫০ তম জাতীয় সমবায় দিবস। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীদের যৌথ উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সাংসদ নাবিল আহমেদ আরও বলেন, ‘গত দেড় বছর সারা বিশ্ব যেখানে করোনা মহামারিতে পর্যুদস্ত অবস্থায় ছিল সেখানে প্রধানমন্ত্রীর সময় উপযোগী নেতৃত্বে অনেক রাষ্ট্রের তুলনায় ভালো অবস্থানে আছে বাংলাদেশ। গতকালকেও যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৭১ হাজার ছিল। সারা ইউরোপেও আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমাদের দেশে সেই তুলনায় আক্রান্তের সংখ্যা দেড় ভাগে নেমে এসেছে।’

সাংসদ নাবিল আহমেদ আরও বলেন, ‘যশোরে সমবায় আন্দোলনের কথা বলতে গেলে আমাদের স্মরণ করতে হয় মরহুম সাংসদ রওশন আলীকে। তিনি এ জেলায় সমবায় আন্দোলনের পথিকৃৎ। যার নেতৃত্বে যশোর জেলার মোমিননগর থেকে শুরু করে বিভিন্ন এলাকায় অসংখ্য সমবায় সমিতি গড়ে তোলা হয়েছে। আমরা সকলে এক সঙ্গে কাজ করলে যশোর জেলার সমবায় আন্দোলনকে আরও এগিয়ে নিয়ে যেতে পারব।’

জেলা সমবায় ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে আরও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল হাসান প্রমুূখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ মিলল মেঘনায়, শোকাহত আজকের পত্রিকা

‘সামনে চমকপ্রদ বেশ কিছু ঘটনা ঘটবে, অনেক বিষয় আমি জানি’

‘মব’ সৃষ্টি করে ৩ কিশোরকে সেতুর সঙ্গে বেঁধে রাতভর পিটুনি, নিহত ১

সনদ জালিয়াতি: ব্যাংকের চাকরি যাওয়া জাহাঙ্গীরের স্কুল সভাপতির পদও গেল

এনসিটিবি: পাঠ্যবইয়ে আবার পরিবর্তন আসছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত