Ajker Patrika

সেনাবাহিনীতে চাকরির নামে প্রতারণা, গ্রেপ্তার ১

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ২০: ২৭
সেনাবাহিনীতে চাকরির নামে প্রতারণা, গ্রেপ্তার ১

নাটোরের বাগাতিপাড়ায় সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে ভুয়া নিয়োগপত্র দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের নন্দিকুজা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবকের নাম মনিরুল ইসলাম (৩০)। তিনি উপজেলার নন্দিকুজা এলাকার বাসিন্দা।

গতকাল শুক্রবার সকালে নাটোর ক্যাম্পে আয়োজিত সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-৫-এর উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, সাতক্ষীরার শ্যামনগর গ্রামের শাহিন আলম ও ঠাকুরগাঁও জেলার হরিপুর গ্রামের মো. নাসিমের অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই যুবককে গ্রেপ্তার করে র‍্যাব। এই দুজনকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে ভুয়া নিয়োগপত্র দেন মনিরুল ইসলাম। তিনি তাঁদের কাছ থেকে প্রায় ৯ লাখ টাকা হাতিয়ে নেন। এমন অভিযোগের ভিত্তিতে গত রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

অভিযানের সময় তাঁর কাছ থেকে নগদ ৫৮ হাজার ১০০ টাকা ও ৮০০ ভারতীয় রুপি, বিভিন্ন নিয়োগপত্রের সফট কপির দুটি পেন ড্রাইভ, বিভিন্ন ব্যাংকের ১৬টি চেক বই, ৭টি এটিএম কার্ড, ১টি ভুয়াসহ তিনটি এনআইডি কার্ড, ২টি ভুয়া নিয়োগপত্র, চাকরি দেওয়ার ৩টি চুক্তিনামা, ৪টি সিম কার্ড, ২টি মোবাইল ফোন, ৮টি অর্থ লেনদেনের রেজিস্ট্রার ও ১২টি জুডিশিয়াল স্ট্যাম্প উদ্ধার করা হয়।

ফরহাদ হোসেন আরও জানান, অভিযুক্ত মো. মনিরুল ইসলাম এইচএসসি পর্যন্ত পড়ালেখা করেছেন। তিনি পেশায় একজন ওষুধ বিক্রেতা হলেও নিজেকে সেনাবাহিনীর সিএমএইচ, ঢাকায় করণিক পদে কর্মরত আছেন বলে পরিচয় দিতেন। তিনি ওই পরিচয় ব্যবহার করে বিভিন্ন পদ যেমন সৈনিক, অফিস সহায়ক, মেস ওয়েটার, স্টোরম্যান পদে চাকরি দেওয়া প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে ৩য় পক্ষের মাধ্যমে চাকরি প্রত্যাশী যুবকদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিতেন। এ ক্ষেত্রে মনিরুল জালিয়াতির মাধ্যমে ভুয়া নিয়োগপত্র তৈরি করে চাকরি প্রার্থীদের সরলতার সুযোগ নিতেন। চাকরি প্রার্থীগণ নিয়োগপত্রে উল্লেখিত যোগদানের তারিখে সংশ্লিষ্ট অফিসে যোগদানের নিমিত্তে যাওয়ার পর বুঝতে পারতেন যে উক্ত নিয়োগপত্র সঠিক নয় বরং তা ভুয়া। এ ছাড়াও মনিরুল প্রতারণার কাজে জাতীয় পরিচয়পত্রে নিজ নাম পরিবর্তন করে চাঁন মণ্ডল পরিচয় ধারণ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনিরুল অভিযোগ স্বীকার করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত