Ajker Patrika

ঘাস কাটার যন্ত্র পেল বান্দরবান স্টেডিয়াম

বান্দরবান প্রতিনিধি
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১৪: ১৪
ঘাস কাটার যন্ত্র পেল বান্দরবান স্টেডিয়াম

ঘাস কাটার যন্ত্র পেল বান্দরবান জেলা স্টেডিয়াম। জেলা প্রশাসনের পক্ষ থেকে বান্দরবান ক্রীড়া সংস্থাকে এই মোয়ার মেশিন (ঘাস কাটার যন্ত্র) দেওয়া হয়। গতকাল সোমবার সকালে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্টেডিয়াম পরিদর্শন শেষে বান্দরবান জেলা ক্রীড়া কর্মকর্তা মাঈন উদ্দিন মিলকির কাছে এই মোয়ার মেশিন (ঘাস কাটার যন্ত্র) হস্তান্তর করেন।

এ সময় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক শেখ ছাদেক, সহকারী কমিশনার মো. কায়েসুর রহমান, নেজারত ডেপুটি কালেক্টর মো. মাসুদুর রহমান রুবেল, জেলা ক্রীড়া সংস্থার সহ-সম্পাদক মুজিবুর রশীদ, নির্বাহী সদস্য দিলীপ কুমার দাশসহ বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, দীর্ঘদিন বৈশ্বিক মহামারি করোনার কারণে বান্দরবানের ক্রীড়াঙ্গন সচল ছিল না। এর ফলে স্টেডিয়ামের ঘাস বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্যাভেলিয়ন নষ্ট হতে বসেছিল। এ অবস্থায় জেলা প্রশাসনের মাধ্যমে এবার ক্রীড়া সংস্থার সহযোগিতা নিয়ে বান্দরবান জেলা স্টেডিয়ামকে খেলাধুলার উপযোগী করা হয়েছে। প্যাভিলিয়নগুলো রং করার পাশাপাশি মাঠের ঘাসগুলো পরিষ্কার করার জন্য একটি মোয়ার মেশিন (ঘাস কাটার যন্ত্র) জেলা ক্রীড়া কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত