Ajker Patrika

ভেড়ামারায় নৌকার টিকিট পেলেন যাঁরা

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 
আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১৪: ০০
ভেড়ামারায় নৌকার টিকিট পেলেন যাঁরা

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ৬টি ইউনিয়নে ভোটগ্রহণ আগামী ১১ নভেম্বর। ইতিমধ্যে দলীয় প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করেছ আওয়ামী লীগ। গত শনিবার কেন্দ্রীয় দলটির মনোনয়ন বোর্ডের সভা শেষে প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়।

প্রকাশিত তালিকা থেকে জানা যায়, দলীয় যাচাই-বাছাই শেষে এবার ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনে ছয়জনকে নৌকার টিকিট দিয়েছে আওয়ামী লীগ। তারা হলেন, ধরমপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শাহাবুল আলম লালু, বাহিরচর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোছা. রওশন আরা বেগম, জুনিয়াদহ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. শওকত আলী, মোকারিমপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. আব্দুস সামাদ, বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সোহেল রানা এবং চাঁদগ্রাম ইউনিয়নে মো. বুলবুল কবির।

নির্বাচনের সার্বিক বিষয়ে জানতে চাইলে ভেড়ামারা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোছা. ফাতেমা খাতুন বলেন, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১৭ অক্টোবর। তিনি জানান, ২০ অক্টোবর থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের, আপিল নিষ্পত্তি ও প্রার্থিতা প্রত্যাহার সময়সীমা ২৬ অক্টোবর। প্রতীক বরাদ্দ হবে আগামী ২৭ অক্টোবর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোফায়েল আহমেদ হাসপাতালে

শিশুকে হত্যা করে সেপটিক ট্যাংকে ফেলে রাখেন স্কুলশিক্ষক চাচি: পুলিশ

সহকারী অ্যাটর্নি জেনারেলের ওপর হামলার ঘটনায় মামলা, যুবদল নেতা গ্রেপ্তার

হাজি সেলিমের আজিমপুরের বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, ৬টি বিলাসবহুল গাড়ি উদ্ধার

ধর্ষণ মামলার আসামি এএসপি, তদন্তে হস্তক্ষেপের অভিযোগ নারীর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত