Ajker Patrika

লেবু চাষে লাখপতি মিজানুর

শালিখা (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১২: ২০
লেবু চাষে লাখপতি মিজানুর

মাগুরার শালিখা উপজেলার শ্রীহট্ট গ্রামের কৃষক মিজানুর সিডলেস (বীজবিহীন) কাগজিলেবু চাষ করে স্বাবলম্বী হয়েছেন। বীজহীন লেবু চাষ করে মাত্র তিন বছরেই লাখপতি হয়েছেন মিজানুর। তাঁর এ সফলতা দেখে আগ্রহী হয়ে উঠছেন এলাকার অনেকেই। শালিখা উপজেলা থেকে এই লেবু ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এখন বাজারজাত করা হচ্ছে। বেশি ফলন, রস বেশি এবং বেশি চাহিদার কারণে এ লেবু চাষের দিকে ঝুঁকছেন অনেকে।

সফল লেবুচাষি মিজানুর জানান, ২০১৯ সালের প্রথম দিকে দুই বিঘা জমিতে ২৫০টি বীজহীন লেবুর কলমকৃত চারা রোপণ করেন তিনি। চারা কেনা, চারা রোপণ, জমি প্রস্তুত, জমি তৈরি, সেচ ও সারসহ বিবিধ খরচ মিলিয়ে প্রথম বছর তাঁর প্রায় এক লাখ টাকা ব্যয় হয়। পরের বছরেই ওই সব লেবু গাছে লেবুর ফলন শুরু হয়। এর পরের বছর ওই জমি থেকে বিঘা প্রতি প্রায় এক লাখ টাকার লেবু বিক্রি হয়। মিজানুর বলেন, এ বছর গত বছরের থেকে বিক্রি বেশি হবে। তিনি সপ্তাহে প্রায় ১০ হাজার টাকার লেবু বিক্রি করেন। ফলে তাঁর মাসিক আয় প্রায় ৪০ হাজার টাকা। এ হিসাবমতো তাঁর ৬৬ শতাংশ জমি থেকে বছরে আয় হয় আড়াই লাখ থেকে ৩ লাখ টাকা। যা অন্য কোনো কৃষি আবাদে সহজলভ্য নয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলমগীর হোসেন বলেন, উপজেলায় ২০ হেক্টর জমিতে লেবুর আবাদ করা হয়েছে। এর মধ্যে ১০ হেক্টর (বীজহীন) সিডলেস, ৫ হেক্টর চায়না ও ৫ হেক্টর অন্যান্য কাগজি লেবু রয়েছে। তিনি জানান, এ লেবু চাষ অত্যন্ত লাভজনক চাষিরা উৎপাদন অনুযায়ী আরও ব্যাপকভাবে লেবু দেশের বাইরে রপ্তানি করা যাবে বলেও তিনি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত