নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাসভাড়া অর্ধেক করা ও নিরাপদ সড়কের দাবিতে দুই সপ্তাহের বেশি সময় ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এর মধ্যেই রাজধানীর রামপুরায় গতকাল সোমবার রাতে বাসচাপায় প্রাণ গেল এক এসএসসি পরীক্ষার্থীর। আহত হয়েছেন তার দুলাভাই। এ দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা অন্তত ১২টি বাসে আগুন দেয়।
নিহত ছাত্রের নাম মাইনউদ্দিন ইসলাম দুর্জয় (১৭)। সে এ বছর রামপুরার একরামুন্নেছা বালক উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। তাদের বাসা রামপুরার টেলিভিশন কেন্দ্রের পেছনে তিতাস রোডে।
মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার আব্দুল আহাদ রাতে গণমাধ্যমকে জানান, ওই শিক্ষার্থীকে চাপা দেওয়া গাড়িটির চালককে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে গাড়িটি।
এর আগে গতকাল দুপুরে রামপুরাতেই বাসচালক-শ্রমিকদের সঙ্গে ঝামেলা হয় শিক্ষার্থীদের। রাইদা পরিবহনের একটি বাস থেকে এক ছাত্রীকে ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ তোলেন শিক্ষার্থীরা। এরপর রাইদা পরিবহনের প্রায় ৪০টি বাস আটকে দিয়েছিলেন ইম্পিরিয়াল কলেজের শিক্ষার্থীরা।
রাত সাড়ে ১১টার দিকে রামপুরা কাঁচাবাজারের কাছে গিয়ে দেখা যায়, ডিআইটি রোডে আগুন জ্বলছে রাইদা, ভিক্টর, অনাবিলসহ অন্তত ১২টি বাসে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক দিক দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে, অন্যদিক দিয়ে আগুন দেওয়া হচ্ছে অন্য কোনো বাসে। বাসচাপায় ছাত্রের মৃত্যুর বিচার দাবিতে স্লোগান দিচ্ছে আশপাশের লোকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পার্শ্ববর্তী অন্তত তিনটি থানার অর্ধশত পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। সময় গড়াতেই বাড়তে থাকে শত শত উৎসুক জনতার ভিড়।
জানা গেছে, ঘটনার শুরু রাত সাড়ে ১০টার দিকে। রামপুরা বাজারে ব্র্যাক ব্যাংকসংলগ্ন রাস্তা পার হচ্ছিলেন মাইনউদ্দিন ইসলাম দুর্জয়। সঙ্গে ছিল তার দুলাভাই সাদ্দাম। রামপুরা থেকে মালিবাগগামী দ্রুত গতির একটি অনাবিল বাস দুর্জয়কে চাপা দেয়। লোকজন জানায়, বাসের চাকায় একেবারে পিষে গেছে মাইনউদ্দিনের শরীর। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তার দুলাভাইকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী রামপুরা বাজার এলাকার ব্যবসায়ী রুবেল জানান, দুজন রাস্তা পার হওয়ার সময় অনাবিল বাস তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় আরেকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা অন্তত ১০টি বাসে আগুন দেয়।
নিহত শিক্ষার্থীর বন্ধু মোহাম্মদ রাসেল আজকের পত্রিকাকে বলেন, নিহত দুর্জয় একরামুন্নেছা বালক উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। তাদের বাসা রামপুরার টেলিভিশন কেন্দ্রের পেছনে তিতাস রোডে।
মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্যাট্রল) খন্দকার রেজাউল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘রামপুরায় বাসচাপায় এক পথচারী নিহত হয়েছে বলে জানা গেছে। এরপর উত্তেজিত জনতা বাসে আগুন ধরিয়ে দেয়। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।’
ডিজেল-পেট্রলের দাম বাড়ানোর পরিপ্রেক্ষিতে এ মাসের শুরুর দিকে বাসভাড়া বাড়ানো হয় ২৫ থেকে ৩০ শতাংশ। এরপর থেকে বাসভাড়া অর্ধেক করার দাবিতে পথে ছিল শিক্ষার্থীরা। এর মধ্যে গত বুধবার রাজধানীর গুলিস্তানে সিটি করপোরেশনের বর্জ্য বহনকারী গাড়ির চাপায় নিহত হন নটর ডেম কলেজের ছাত্র নাঈম হাসান (১৭)। এরপর শিক্ষার্থীদের আন্দোলন আরও গতি পায়। নতুন করে আবার দাবি ওঠে নিরাপদ সড়কের। নাঈমের মৃত্যুর পরদিন পান্থপথে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বর্জ্য বহনকারী গাড়ির চাপায় নিহত হন গণমাধ্যমকর্মী আহসান কবির খান।
নিরাপদ সড়কের দাবিতে ২০১৮ সালে শিক্ষার্থীরা বড় আন্দোলন করেন দেশজুড়ে। সে সময় কর্তৃপক্ষ বিভিন্ন প্রতিশ্রুতি দিলেও তা বাস্তাবায়ন হয়নি বলে অভিযোগ শিক্ষার্থীদের।
বাসভাড়া অর্ধেক করা ও নিরাপদ সড়কের দাবিতে দুই সপ্তাহের বেশি সময় ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এর মধ্যেই রাজধানীর রামপুরায় গতকাল সোমবার রাতে বাসচাপায় প্রাণ গেল এক এসএসসি পরীক্ষার্থীর। আহত হয়েছেন তার দুলাভাই। এ দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা অন্তত ১২টি বাসে আগুন দেয়।
নিহত ছাত্রের নাম মাইনউদ্দিন ইসলাম দুর্জয় (১৭)। সে এ বছর রামপুরার একরামুন্নেছা বালক উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। তাদের বাসা রামপুরার টেলিভিশন কেন্দ্রের পেছনে তিতাস রোডে।
মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার আব্দুল আহাদ রাতে গণমাধ্যমকে জানান, ওই শিক্ষার্থীকে চাপা দেওয়া গাড়িটির চালককে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে গাড়িটি।
এর আগে গতকাল দুপুরে রামপুরাতেই বাসচালক-শ্রমিকদের সঙ্গে ঝামেলা হয় শিক্ষার্থীদের। রাইদা পরিবহনের একটি বাস থেকে এক ছাত্রীকে ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ তোলেন শিক্ষার্থীরা। এরপর রাইদা পরিবহনের প্রায় ৪০টি বাস আটকে দিয়েছিলেন ইম্পিরিয়াল কলেজের শিক্ষার্থীরা।
রাত সাড়ে ১১টার দিকে রামপুরা কাঁচাবাজারের কাছে গিয়ে দেখা যায়, ডিআইটি রোডে আগুন জ্বলছে রাইদা, ভিক্টর, অনাবিলসহ অন্তত ১২টি বাসে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক দিক দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে, অন্যদিক দিয়ে আগুন দেওয়া হচ্ছে অন্য কোনো বাসে। বাসচাপায় ছাত্রের মৃত্যুর বিচার দাবিতে স্লোগান দিচ্ছে আশপাশের লোকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পার্শ্ববর্তী অন্তত তিনটি থানার অর্ধশত পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। সময় গড়াতেই বাড়তে থাকে শত শত উৎসুক জনতার ভিড়।
জানা গেছে, ঘটনার শুরু রাত সাড়ে ১০টার দিকে। রামপুরা বাজারে ব্র্যাক ব্যাংকসংলগ্ন রাস্তা পার হচ্ছিলেন মাইনউদ্দিন ইসলাম দুর্জয়। সঙ্গে ছিল তার দুলাভাই সাদ্দাম। রামপুরা থেকে মালিবাগগামী দ্রুত গতির একটি অনাবিল বাস দুর্জয়কে চাপা দেয়। লোকজন জানায়, বাসের চাকায় একেবারে পিষে গেছে মাইনউদ্দিনের শরীর। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তার দুলাভাইকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী রামপুরা বাজার এলাকার ব্যবসায়ী রুবেল জানান, দুজন রাস্তা পার হওয়ার সময় অনাবিল বাস তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় আরেকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা অন্তত ১০টি বাসে আগুন দেয়।
নিহত শিক্ষার্থীর বন্ধু মোহাম্মদ রাসেল আজকের পত্রিকাকে বলেন, নিহত দুর্জয় একরামুন্নেছা বালক উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। তাদের বাসা রামপুরার টেলিভিশন কেন্দ্রের পেছনে তিতাস রোডে।
মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্যাট্রল) খন্দকার রেজাউল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘রামপুরায় বাসচাপায় এক পথচারী নিহত হয়েছে বলে জানা গেছে। এরপর উত্তেজিত জনতা বাসে আগুন ধরিয়ে দেয়। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।’
ডিজেল-পেট্রলের দাম বাড়ানোর পরিপ্রেক্ষিতে এ মাসের শুরুর দিকে বাসভাড়া বাড়ানো হয় ২৫ থেকে ৩০ শতাংশ। এরপর থেকে বাসভাড়া অর্ধেক করার দাবিতে পথে ছিল শিক্ষার্থীরা। এর মধ্যে গত বুধবার রাজধানীর গুলিস্তানে সিটি করপোরেশনের বর্জ্য বহনকারী গাড়ির চাপায় নিহত হন নটর ডেম কলেজের ছাত্র নাঈম হাসান (১৭)। এরপর শিক্ষার্থীদের আন্দোলন আরও গতি পায়। নতুন করে আবার দাবি ওঠে নিরাপদ সড়কের। নাঈমের মৃত্যুর পরদিন পান্থপথে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বর্জ্য বহনকারী গাড়ির চাপায় নিহত হন গণমাধ্যমকর্মী আহসান কবির খান।
নিরাপদ সড়কের দাবিতে ২০১৮ সালে শিক্ষার্থীরা বড় আন্দোলন করেন দেশজুড়ে। সে সময় কর্তৃপক্ষ বিভিন্ন প্রতিশ্রুতি দিলেও তা বাস্তাবায়ন হয়নি বলে অভিযোগ শিক্ষার্থীদের।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪