Ajker Patrika

সংবাদ সম্মেলন থেকে ফেরার পথে হামলা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৫: ০৬
সংবাদ সম্মেলন থেকে ফেরার পথে হামলা

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে কর্মীদের ওপর হামলা, হুমকি ও নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের প্রতিবাদে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে ফেরার পথে হামলার আহত হয়েছেন এক ব্যক্তি। তিনি স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটনের কর্মী। গত সোমবার দুপুরে তিনি স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটনের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

হামলার আহত ব্যক্তির নাম জুয়েল (৪০)। তিনি পৌর এলাকার আলীনগর মুন্সিপাড়ার বাসিন্দা ও পেশায় ঠিকাদার।

জানা গেছে, সংবাদ সম্মেলন থেকে বাড়ি ফেরার পথে শহরের সন্ধ্যা কমিউনিটি সেন্টারের সামনে সন্ধ্যার দিকে সন্ত্রাসীরা জুয়েলের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

জুয়েল বলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে কর্মীদের ওপর হামলা, হুমকি ও নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের প্রতিবাদে সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করেন স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটন। সংবাদ সম্মেলন শেষে বাড়ি ফেরার পথে সন্ধ্যায় সিনেমা হলের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ১২-১৩ জন সন্ত্রাসী তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা তাঁর পকেটে থাকা টাকা ও মূল্যবান কাগজপত্র ছিনিয়ে নেয়। এর পর চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান তিনি।

জুয়েল আরও বলেন, ‘থানায় অভিযোগ দিয়ে কোনো বিচার পাব না। তাই অভিযোগ দেব না।’

এ বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন বলেন, কোনো ব্যক্তি থানায় অভিযোগ দেবে কি না, সেটি তাঁর ব্যক্তিগত বিষয়। তবে অভিযোগ পেলে আইনত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত