Ajker Patrika

ভোট গ্রহণের দায়িত্বে চেয়ারম্যান প্রার্থী

গৌরীপুর প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৬: ১৮
ভোট গ্রহণের দায়িত্বে চেয়ারম্যান প্রার্থী

গৌরীপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট গ্রহণের দায়িত্ব পেয়েছেন দুই চেয়ারম্যান প্রার্থী। ইউপি নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণের আমন্ত্রণের চিঠিতে এ তথ্য জানা গেছে।

এর মধ্যে মাওহা ইউপির চেয়ারম্যান প্রার্থী (মোটরসাইকেল প্রতীক) ও ভুটিয়ারকোণা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোহাম্মদ রয়েছেন। তিনি প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন। আর সিধলা ইউপির চেয়ারম্যান প্রার্থী (মোটরসাইকেল প্রতীক) ও মনাটি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কামরুজ্জামান সহকারী প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

গৌরীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান, এ তালিকা মাধ্যমিক শিক্ষা কার্যালয় থেকে সরবরাহ করা হয়েছে। জানতে চাইলে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, তফসিলের আগে নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী তালিকা সরবরাহ করা হয়েছে। ওই শিক্ষকেরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না এ বিষয়টি জানা ছিল না।

সিধলা ইউপির চেয়ারম্যান প্রার্থী মো. কামরুজ্জামান বলেন, তিনি প্রায় দুই বছর যাবৎ এলাকায় প্রচার প্রচারণা চালাচ্ছেন, প্রার্থিতার বিষয়টি গোপনীয় নয়। এ সময় তিনি অভিযোগ করে বলেন, তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্রমূলকভাবে কারও প্ররোচনায় এ কাজ করা হয়ে থাকতে পারে।

মাওহা ইউপির চেয়ারম্যান প্রার্থী গোলাম মোহাম্মদ বলেন, নির্বাচন কমিশনে মনোনয়ন জমা দিয়ে প্রার্থী হয়েছেন তিনি। তারপরও নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে কেন দায়িত্ব দেওয়া হয়েছে, এ বিষয়টি বোধগম্য নয় তাঁর কাছে।

গৌরীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা সজল চন্দ্র সরকার বলেন, তাঁদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি জানা ছিল না। এগুলো সংশোধন করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

প্রেমের ফাঁদে ফেলে ওষুধ কোম্পানির কর্মকর্তাকে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত