Ajker Patrika

সিলেটে আরও কঠিন পরীক্ষা বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটে আরও কঠিন পরীক্ষা বাংলাদেশের

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে এসে পৌঁছেছে বাংলাদেশ ও আফগানিস্তান দল। গতকাল বুধবার দুপুরে বন্দরনগরী চট্টগ্রাম থেকে সরাসরি বাংলাদেশ বিমানের (বিজি-৬১২) ফ্লাইটে চায়ের নগরী সিলেটে আসে দুই দল। সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বেলা ১টার দিকে এসে পৌঁছান সাকিব-রশিদরা।

চট্টগ্রামে বাংলাদেশ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হেরেছে ২-১ ব্যবধানে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ ম্যাচটা জিতে কিছুটা আত্মবিশ্বাসের জ্বালানি খুঁজে পেয়েছে বাংলাদেশ। তবে টি-টোয়েন্টি সিরিজটা স্বাগতিকদের কাছে আরও কঠিন হওয়ার কথা। এই সংস্করণে বাংলাদেশের আফগানদের সঙ্গে পেরে ওঠার রেকর্ড কমই। এখন পর্যন্ত ৯ ম্যাচে মুখোমুখি হয়ে আফগানদের কাছে ৬টিতেই হেরেছে বাংলাদেশ। ২০ ওভারের ক্রিকেটে আফগানিস্তানের কাছে ধবলধোলাই হওয়ার রেকর্ড পর্যন্ত আছে সাকিবদের। ২০১৮ সালের জুনে দেরাদুনে আফগানিস্তান ৩-০ ব্যবধানে বাংলাদেশকে হারিয়েছিল।

সাদা বলের ক্রিকেটে ধারাবাহিক ভালো খেলেন বলে বিশ্বব্যাপী টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় রশিদ-মুজিবদের চাহিদা অনেক। এমনকি এই সময়ে বড় বড় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে বাংলাদেশের ক্রিকেটারদের চেয়ে আফগানদের চাহিদা বেশি। এবার সিলেটের রানপ্রসবা উইকেটে যে বাংলাদেশের পরীক্ষা কঠিন হতে চলেছে, না বললেও চলেছে।

গতকাল সিলেটে নামতেই দুই দলকে অভ্যর্থনা জানায় বৃষ্টি। বৃষ্টিবাধার মধ্যেই বিমানবন্দরের কাছে একটি পাঁচ তারকা হোটেলে উঠেছে দুই দল। আজ বৃহস্পতিবার অনুশীলন শুরু করবে দুই দল। শুক্রবার সিলেট আন্তর্জাতিক মাঠে শুরু সিরিজের প্রথম টি-টোয়েন্টি। একই মাঠে ১৬ জুলাই সিরিজের শেষ টি-টোয়েন্টি।

সিলেটে বাংলাদেশ-আফগানিস্তানের টি-টোয়েন্টি ম্যাচের সর্বনিম্ন টিকিটের মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। টিকিট পাওয়া যাবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও রিকাবীবাজারের সিলেট জেলা স্টেডিয়ামের টিকিট কাউন্টারে। ওয়েস্টার্ন গ্যালারি ও গ্রিন হিল গ্যালারির টিকিটের মূল্য ২০০ টাকা। ইস্টার্ন গ্যালারির টিকিটের মূল্য ৩০০, ক্লাব হাউস ৫০০ আর গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ধরা হয়েছে সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত