Ajker Patrika

মাগুরার ছাপাখানায় এখন নির্বাচনী ব্যস্ততা

মাগুরা প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১৬: ৩৬
মাগুরার ছাপাখানায় এখন নির্বাচনী ব্যস্ততা

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে মাগুরা জেলা শহরের ছাপাখানাগুলো এখন ব্যস্ত সময় পার করছে। প্রতীক বরাদ্দ শেষে প্রার্থীরা এখন ব্যস্ত ছাপাখানায় নির্বাচনী প্রচারের পোস্টার, ব্যানার, লিফলেট তৈরিতে। মাগুরা সদর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আগামী নভেম্বরের ১১ তারিখে। ইতিমধ্যে নির্বাচনী তফসিল অনুসারে প্রার্থী চূড়ান্ত হয়েছে। এখন নির্বাচনী এলাকার মানুষের পদচারণায় সরগম।

গতকাল জেলা শহর ঘুরে দেখা গেছে, কলেজ রোড এলাকায় চারটি, নোমানী ময়দানে দুইটি ও জেটিসি সড়কে দুটি করে আট থেকে ১০টি মাঝারি আকারের অফসেট মেশিন ও ডিজিটাল ব্যানার তৈরির ছাপাখানা রয়েছে। প্রতিটি ছাপাখানায় এখন ইউপি নির্বাচনের পোস্টার সামগ্রী তৈরিতে ব্যস্ত কারিগরেরা।

মাগুরা প্রিন্টার্সের মালিক রেফাতুল কবীর বাবর বলেন, ‘সারা বছর যে কাজ হয় তার থেকে বেশি কাজ হয় ইউপি নির্বাচনে ছাপার কাজ বেশি হয়। প্রার্থীরা গতকাল প্রতীক বরাদ্দ পেয়েছেন। এরপর আমাদের সঙ্গে যোগাযোগ করে কার কত হাজার প্রচার সামগ্রী লাগবে তা বলছেন। আমরা সেগুলো তৈরি নিয়ে ব্যস্ত আছি।’

মাগুরা ডিজিটাল সাইনের মালিক রিয়াদুল ইসলাম বলেন, ‘ইউপি নির্বাচনে আমাদের ডিজিটাল ব্যানার, ফেস্টুন, স্টিকার বানানো চলছে। ছাপাখানার করোনাকালীন দুর্দিন গেছে। এখন নির্বাচনী প্রচার সামগ্রী বানিয়ে ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়া যাবে।

মাগুরা সদরের কুচিয়ামোড়া ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রেজাউল ইসলাম মিলন বলেন, ‘ডিজিটাল সাইন মেশিনগুলো নির্বাচনী ব্যানার, পোস্টার, লিফলেট তৈরিতে খুবই কার্যকর। অর্ডারের ঘণ্টাখানেক পরেই জিনিস পেয়ে যাচ্ছি।’

জেলা নির্বাচন অফিসার অলিউল ইসলাম জানান, ১৩ ইউপিতে চেয়ারম্যান পদে ৪৬ জন, সংরক্ষিত সদস্য পদে ১২৭ জন ও সাধারণ সদস্য পদে ৪১৭ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দের পর তাঁরা প্রচারের নিয়ম মেনে নিজ নির্বাচনী এলাকায় কাজ করার অনুমতি পেয়েছেন। এ নির্বাচনে ২ লাখ ২০ হাজার ৬১৩ জন ভোটার ১৪১টি কক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত