Ajker Patrika

কাজ শেষের আগে ধসে পড়ল দেয়াল

নীলফামারী ও ডিমলা প্রতিনিধি
আপডেট : ০৫ মার্চ ২০২২, ১৮: ০৭
কাজ শেষের আগে ধসে পড়ল দেয়াল

নীলফামারীর ডিমলা-ডোমার সড়কে সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে গাইড ওয়ালের কাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে। গাইড ওয়ালের ভিত নির্মাণে ত্রুটি, অপরিকল্পিত নকশা ও নিম্নমানের কাজের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। তবে ঠিকাদারপ্রতিষ্ঠানের মালিক শাহ আনোয়ার জানান, তিনি ব্যস্ততার কারণে কাজটি অন্য ঠিকাদারকে দিয়েছেন। গাইড ওয়ালের ভাঙা অংশ ওই ঠিকাদার পুনরায় মেরামত করে দেবেন বলে জানান তিনি।

ডিমলা উপজেলা প্রকৌশলী শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, ঠিকাদারকে বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও কাজটি শেষ করেননি। তবে গাইড ওয়াল নির্মাণে কোনো অনিয়ম হয়নি। কিছু অংশ ভেঙে নদীতে পড়েছে বলে শুনেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে ২০১৯-২০ অর্থবছরে সড়কটি পুনর্নির্মাণ ও গাইড ওয়াল নির্মাণকাজটি পায় শাহ আনোয়ার ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। পাঁচ কিলোমিটার দীর্ঘ সড়কটির পুনর্নির্মাণ ও ৩০০ মিটার গাইড ওয়াল নির্মাণকাজে ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৫০ লাখ টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠানটি নির্দিষ্ট সময় পেরিয়ে কয়েক দফা সময় বাড়িয়েও নির্মাণকাজ শেষ করেনি।

দেখা গেছে সিংগাহারা নদীর পাড় হিসেবে ব্যবহার হয় সড়কটি। প্রতিবছর নদীভাঙনে সড়কটি সংকীর্ণ হয়ে পড়ে। এ অবস্থায় সড়কের ভাঙনরোধে নদীর ওই অংশে আরসিসি গাইড ওয়াল নির্মাণ করা হয়। কিন্তু নির্মাণকাজ শেষ না হতেই সেটি হেলে পড়ে বিভিন্ন অংশে ফাটলের সৃষ্টি হয়। একপর্যায়ে গাইড ওয়ালের প্রায় ১৫ মিটার অংশ ভেঙে নদীতে ধসে পড়ে যায়।

এলাকার বাসিন্দা আব্দুল কাদের জানান, এ সড়কে দুই উপজেলার হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচল করে। উপজেলা থেকে ব্যবসায়ীরা এসে বিভিন্ন হাটবাজার থেকে কৃষিপণ্য কিনে নিয়ে যান এই সড়ক দিয়ে। গাইড ওয়াল ভেঙে যাওয়ায় সড়কটি আবারও ক্ষতিগ্রস্ত হয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়বেন এলাকার কৃষক। তাই গাইড ওয়ালটি দ্রুত সংস্কারসহ দায়িত্বহীনতার কারণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত