Ajker Patrika

১২ জনের প্রার্থিতা বাতিল

ঝিকরগাছা ও চৌগাছা প্রতিনিধি
আপডেট : ২২ অক্টোবর ২০২১, ১২: ২৯
১২ জনের প্রার্থিতা বাতিল

জেলে ও বিদেশে বসে মনোনয়নপত্র জমা দেওয়া এবং কেউ কেউ প্রাপ্ত বয়স্ক না হওয়াসহ বিভিন্ন কারণে ১২ জনের প্রার্থিতা বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তারা।

গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মনোনয়নপত্র যাচাই–বাছাইয়ের শেষ দিন ছিল। এ দিন যশোরের ঝিকরগাছা ও চৌগাছায় ২২ ইউপির দুই চেয়ারম্যান প্রার্থীসহ ১২ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

ঝিকরগাছা: ঝিকরগাছায় ১১ ইউপিতে চেয়ারম্যান পদে একজন ও সাধারণ সদস্য পদে ৫ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। এর আগে উপজেলার ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬০ জন, সাধারণ সদস্য পদে ৪৬২ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১৯ জন মনোনয়নপত্র দাখিল করেন।

উপজেলা নির্বাচন সূত্রে জানা গেছে, ঝিকরগাছা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী লিয়াকত হোসেন ঋণ খেলাপির দায়ে নির্বাচনের অযোগ্য হয়েছেন।

এ ছাড়া উপজেলাব্যাপী সাধারণ সদস্য পদে চারজনের প্রার্থিতা বাতিল হয়েছে। শিমুলিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে সদস্য পদে মনোনয়ন দাখিলকারী আবুবকর সিদ্দিক মৃত্যুবরণ করায় তাঁর মনোনয়ন বাতিল হয়েছে।

চৌগাছা: দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে যশোর চৌগাছায় এক চেয়ারম্যান প্রার্থীসহ ছয়জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

বাতিল হওয়ারা হলেন ১১ নম্বর সুখপুকুরিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী চাঁদনী আক্তার। ১ নম্বর ফুলসারা ইউনিয়নের সংরক্ষিত ৩,৪ ও ৫ নম্বর ওয়ার্ডের সাথী সুলতানা, ৪ নম্বর ধুলিয়ানী ইউনিয়নের ৭ নম্বর সাধারণ ওয়ার্ডের শফিকুল ইসলাম, ৬ নম্বর জগদীশপুর ইউনিয়নের ৩ নম্বর সাধারণ ওয়ার্ডের মোস্তফা কামাল, ৯ নম্বর স্বরুপদাহ ইউনিয়নের ১ নম্বর সাধারণ ওয়ার্ডের আবু কালাম (আজাদ) এবং ১১ নম্বর সুখপুকুরিয়া ইউনিয়নের ৬ নম্বর সাধারণ ওয়ার্ডের প্রার্থী মামুন হাসান।

চৌগাছার রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সেলিম রেজা বলেন, চেয়ারম্যান প্রার্থী চাঁদনী আক্তার আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেও মনোনয়নের সমর্থনে দলীয় প্রতীক বরাদ্দপত্র না দেওয়ায়, সংরক্ষিত সদস্য প্রার্থীর বয়স না হওয়া, পুরুষ প্রার্থীদের মধ্যে একজন বিদেশে থেকে মনোনয়ন জমা দেওয়া, একজন জেলখানায় থেকে মনোনয়ন জমা দেওয়া এবং অন্য দুজনের বয়স না হওয়ায় তাঁদের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।

তিনি জানান, এদের মধ্যে ধুলিয়ানী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শফিকুল ইসলাম জেলখানায় থেকে মনোনয়নপত্র দাখিল করেন। তাঁর পক্ষে আপিল করার জন্য নকল গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক না পেলেও উপজেলা দুটিতে অন্তত ৪২ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। তাঁরা সবাই আওয়ামী লীগের নেতা। যারা ইউনিয়নসহ বিভিন্ন শাখার পদে রয়েছেন।

আওয়ামী লীগের এই বিদ্রোহী প্রার্থিতা নির্বাচনে জয়–পরাজয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন নেতা ও ভোটারেরা।

এ দিকে চৌগাছা ও ঝিকরগাছায় বিএনপি কোনো প্রার্থী ঘোষণা করেনি। ফলে ধানের শীষ প্রতীকে এখানে কোনো প্রার্থী ভোটে দাঁড়াননি।

তবে বিএনপি একাধিক নেতা–কর্মী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর এবং ভোট গ্রহণ ১১ নভেম্বর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

ভারতের ব্ল্যাকআউট মহড়া, সীমান্তে আটার মজুত বাড়াচ্ছে পাকিস্তান, যুদ্ধ কি লেগে যাচ্ছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত