Ajker Patrika

সোনাহাট স্থলবন্দরে শ্রমিকদের মিলনমেলা

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১০: ৪৩
সোনাহাট স্থলবন্দরে শ্রমিকদের মিলনমেলা

‘এসো মিলি সকলে মিলে, দুঃখ বিবাদ বিভেদ ভুলে, আনন্দের এই মিছিলে’ এই প্রতিপাদ্য সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরে হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।

মিলনমেলার উদ্বোধন করেন সোনাহাট স্থল বন্দর সিঅ্যান্ডএফ এজেন্টের সভাপতি ও স্থল বন্দর হ্যান্ডেলিং অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা সরকার রকীব আহমেদ জুয়েল। গতকাল সকালে মিলন মেলা উপলক্ষে প্রায় দুই হাজার শ্রমিকের এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। এ ছাড়া অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল শ্রমিকদের মাঝে গামছা বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সোনাহাট স্থল বন্দর হ্যান্ডেলিং অ্যাসোসিয়েশনের সভাপতি হামিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিঅ্যান্ডএফ সাধারণ সম্পাদক ও নাগেশ্বরী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা জামান, সোনাহাট স্থল বন্দরের সহকারী পরিচালক মো. গিয়াস উদ্দিন, সোনাহাট স্থল বন্দর আমদানি ও রপ্তানি কারক সমিতির সভাপতি আবু তাহের ফরাজী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত