বদরুল ইসলাম মাসুদ, বান্দরবান
বান্দরবানের সুয়ালক খালের ওপর রাবার ড্যাম ও সেতু নির্মাণ করছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। এতে প্রায় ১ হাজার হেক্টর অনাবাদি জমি চাষের আওতায় আসার পাশাপাশি দুই পাড়ের মানুষের সহজ যোগাযোগ সম্ভব হবে। প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে চলমান এই প্রকল্পের প্রায় ৯৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট কাজ শেষ হলেই এটি উদ্বোধন করা হবে। বিএডিসি বান্দরবান কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে।
বিএডিসি সূত্রে জানা গেছে, ২০১৯ সালে বান্দরবান সদরের সুয়ালক ইউনিয়নের সুলতানপুর এলাকায় সুয়ালক খালের ওপর সাড়ে ৪ মিটার প্রস্থ ও ৪৫ মিটার দীর্ঘ রাবার ড্যাম প্রকল্পের কাজ শুরু হয়। ১১ কোটি টাকা ব্যয়ে জয়েন্ট ভেঞ্চারে নির্মাণকাজ করছে মেসার্স এমকে অ্যান্ড এসই নামে সিলেট ওসমানীনগরের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
বিএডিসি বান্দরবান কার্যালয়ের সহকারী প্রকৌশলী আবু নাইম জানান, এ পর্যন্ত ড্যামটির ৯৫ শতাংশ কাজ শেষ হয়েছে। অবশিষ্ট কাজের মধ্যে খালের দুই পাড়ে ব্লক বসানোর কাজ চলছে। এক মাসের মধ্যে এ কাজ শেষ হলে ড্যামটি উদ্বোধন করা হবে। গতকাল শুক্রবার সকালে ড্যাম এলাকায় গিয়ে শ্রমিকদের কাজ করতে দেখা যায়।
প্রকৌশলী আবু নাইম বলেন, রাবার ড্যামটি চালু হলে বর্ষায় রাবার ড্যামের মাধ্যমে পানি সংরক্ষণ করা হবে। এতে করে ওই এলাকার প্রায় ১ হাজার হেক্টর জমি সেচ কাজের জন্য পানির সুবিধা পাবে। এ ছাড়া ড্যামের জন্য নির্মিত সেতু দিয়ে সুয়ালক খালের দুই পাড়ের লোকজন চলাচল করতে পারবেন। উৎপাদিত কৃষিপণ্য পরিবহনের মাধ্যমে এলাকার জীবনমানে উন্নয়ন হবে। ড্যাব ও সেতু নির্মাণের ফলে নদী ভাঙনের হাত থেকে রক্ষা পাবে দুই পাড়ে বসবাসকারীরা।
ওই এলাকার বাসিন্দা নুরুল আলম, আবদুর রশিদ, আবদুস সালাম, ইব্রাহিমসহ কয়েকজন বলেন, তাঁদের এলাকা বান্দরবানের ‘সবজি ভান্ডার’ হিসেবে পরিচিত। এখানে উৎপাদিত বিভিন্ন সবজি, ফসল ও ফল বান্দরবান শহরসহ দেশের বিভিন্ন এলাকায় চলে যায়। তবে ধান চাষের বিপুল জমি থাকলেও সেচের পানির অভাবে বিপুল পরিমাণ জমি অনাবাদি ছিল।
স্থানীয় কৃষক আবুল হোসেন, নুর আলম বলেন, প্রতি বছর শীত মৌসুমে সেচ সুবিধা না থাকায় সুলতানপুর ও পার্শ্ববর্তী পুরানগড় এলাকার কৃষকেরা সমস্যায় পড়ত। এ ছাড়া বর্ষা মৌসুমে সুয়ালক খালের পানি বৃদ্ধি পেলে দুই পাড়ের মানুষকে ভোগান্তিতে পড়তে হতো।
বিএডিসি সূত্র জানায়, সুয়ালক খালের দুই পাড়ে সিমেন্টের তৈরি ৫০ হাজার ব্লক দিয়ে বাঁধ করার কারণে দুই পাড়ের বসতি ভাঙনের হাত থেকে রক্ষা পাবে। ড্যামের জন্য সেতু নির্মাণের ফলে প্রায় ৪ কিলোমিটার ঘোরা পথ মাত্র কয়েক মিনিটে পারাপারের সুযোগ পাবে।
সুয়ালক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান উক্যনু মারমা বলেন, এই ড্যামটি চালু হলে স্থানীয় কৃষকেরা এর সুফল পাবে। অনাবাদি জমি চাষাবাদের আওতায় আসলে ফসল উৎপাদন বৃদ্ধি পাবে। এতে করে এলাকার মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি ও জীবনমান বাড়বে।
বান্দরবানের সুয়ালক খালের ওপর রাবার ড্যাম ও সেতু নির্মাণ করছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। এতে প্রায় ১ হাজার হেক্টর অনাবাদি জমি চাষের আওতায় আসার পাশাপাশি দুই পাড়ের মানুষের সহজ যোগাযোগ সম্ভব হবে। প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে চলমান এই প্রকল্পের প্রায় ৯৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট কাজ শেষ হলেই এটি উদ্বোধন করা হবে। বিএডিসি বান্দরবান কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে।
বিএডিসি সূত্রে জানা গেছে, ২০১৯ সালে বান্দরবান সদরের সুয়ালক ইউনিয়নের সুলতানপুর এলাকায় সুয়ালক খালের ওপর সাড়ে ৪ মিটার প্রস্থ ও ৪৫ মিটার দীর্ঘ রাবার ড্যাম প্রকল্পের কাজ শুরু হয়। ১১ কোটি টাকা ব্যয়ে জয়েন্ট ভেঞ্চারে নির্মাণকাজ করছে মেসার্স এমকে অ্যান্ড এসই নামে সিলেট ওসমানীনগরের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
বিএডিসি বান্দরবান কার্যালয়ের সহকারী প্রকৌশলী আবু নাইম জানান, এ পর্যন্ত ড্যামটির ৯৫ শতাংশ কাজ শেষ হয়েছে। অবশিষ্ট কাজের মধ্যে খালের দুই পাড়ে ব্লক বসানোর কাজ চলছে। এক মাসের মধ্যে এ কাজ শেষ হলে ড্যামটি উদ্বোধন করা হবে। গতকাল শুক্রবার সকালে ড্যাম এলাকায় গিয়ে শ্রমিকদের কাজ করতে দেখা যায়।
প্রকৌশলী আবু নাইম বলেন, রাবার ড্যামটি চালু হলে বর্ষায় রাবার ড্যামের মাধ্যমে পানি সংরক্ষণ করা হবে। এতে করে ওই এলাকার প্রায় ১ হাজার হেক্টর জমি সেচ কাজের জন্য পানির সুবিধা পাবে। এ ছাড়া ড্যামের জন্য নির্মিত সেতু দিয়ে সুয়ালক খালের দুই পাড়ের লোকজন চলাচল করতে পারবেন। উৎপাদিত কৃষিপণ্য পরিবহনের মাধ্যমে এলাকার জীবনমানে উন্নয়ন হবে। ড্যাব ও সেতু নির্মাণের ফলে নদী ভাঙনের হাত থেকে রক্ষা পাবে দুই পাড়ে বসবাসকারীরা।
ওই এলাকার বাসিন্দা নুরুল আলম, আবদুর রশিদ, আবদুস সালাম, ইব্রাহিমসহ কয়েকজন বলেন, তাঁদের এলাকা বান্দরবানের ‘সবজি ভান্ডার’ হিসেবে পরিচিত। এখানে উৎপাদিত বিভিন্ন সবজি, ফসল ও ফল বান্দরবান শহরসহ দেশের বিভিন্ন এলাকায় চলে যায়। তবে ধান চাষের বিপুল জমি থাকলেও সেচের পানির অভাবে বিপুল পরিমাণ জমি অনাবাদি ছিল।
স্থানীয় কৃষক আবুল হোসেন, নুর আলম বলেন, প্রতি বছর শীত মৌসুমে সেচ সুবিধা না থাকায় সুলতানপুর ও পার্শ্ববর্তী পুরানগড় এলাকার কৃষকেরা সমস্যায় পড়ত। এ ছাড়া বর্ষা মৌসুমে সুয়ালক খালের পানি বৃদ্ধি পেলে দুই পাড়ের মানুষকে ভোগান্তিতে পড়তে হতো।
বিএডিসি সূত্র জানায়, সুয়ালক খালের দুই পাড়ে সিমেন্টের তৈরি ৫০ হাজার ব্লক দিয়ে বাঁধ করার কারণে দুই পাড়ের বসতি ভাঙনের হাত থেকে রক্ষা পাবে। ড্যামের জন্য সেতু নির্মাণের ফলে প্রায় ৪ কিলোমিটার ঘোরা পথ মাত্র কয়েক মিনিটে পারাপারের সুযোগ পাবে।
সুয়ালক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান উক্যনু মারমা বলেন, এই ড্যামটি চালু হলে স্থানীয় কৃষকেরা এর সুফল পাবে। অনাবাদি জমি চাষাবাদের আওতায় আসলে ফসল উৎপাদন বৃদ্ধি পাবে। এতে করে এলাকার মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি ও জীবনমান বাড়বে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫