Ajker Patrika

হবিগঞ্জে অবৈধ ইটভাটার তালিকা তৈরির নির্দেশ

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১২: ৪২
হবিগঞ্জে অবৈধ ইটভাটার   তালিকা তৈরির নির্দেশ

হবিগঞ্জে অবৈধ ও নিয়মনীতির বাইরে পরিচালিত ইটভাটার তালিকা তৈরি করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দিয়েছেন আদালত। গতকাল রোববার সকালে হবিগঞ্জ পরিবেশ আদালতের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পবন চন্দ্র বর্মণ স্বপ্রণোদিত হয়ে পরিবেশ অধিদপ্তরকে এ নির্দেশনা দেন। স্থানীয় লোকজন ও পরিবেশকর্মীদের দীর্ঘ দাবি ছিল এটির। নির্দেশনায় বলা হয়, হবিগঞ্জ পরিবেশ অধিদপ্তরের একজন দক্ষ কর্মকর্তাকে নিয়োগের মাধ্যমে প্রতিটি ইটভাটার কার্যক্রম তদন্ত এবং কাগজপত্র যাচাই-বাঁচাই করতে হবে। জেলায় কটি ইটভাটা রয়েছে, অনুমোদন রয়েছে কতটির, পরিবেশ ছাড়পত্র আছে কিনা, তারা নিয়মনীতি অনুসরণ করছেন কী না এবং কতটি ভাটার বিরুদ্ধে আদালতে মামলা রয়েছে সে বিষয়ে তদন্ত প্রতিবেদন আগামী ২ ডিসেম্বরের মধ্যে আদালতের কাছে জমা দিতে।

জেলা প্রশাসক কার্যালয়ের হিসেবে হবিগঞ্জ জেলায় ৯৯টি ইটভাটা। তবে বেসরকারি হিসাব বলছে জেলা ইটভাটার সংখ্যা ১০০টির বেশি।

এসব বৈধ-অবৈধ ভাটা চলছে নিজস্ব নিয়মে। সরকারি নিয়মের কোনোটাই মানছেন না তারা। ইটভাটার আইন অনুযায়ী ১২০ মিটার চুল্লি ব্যবহার করার কথা থাকলেও অনেক ভাটাই সেই নির্দেশনা মানছে না। প্রতিটি ইটভাটা গড়ে উঠেছে জনবসতি এলাকায়।

স্থানীয়দের অভিযোগ, ইট পুরোনোর সময় কালো ধোয়ায় অন্ধকারাচ্ছন্ন হয়ে পরে চারপাশ। এতে শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বৃদ্ধরা।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জেলা কমিটির সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, ‘ইটভাটাগুলো পরিবেশের ব্যাপক ক্ষতি করছে। কোনো ভাটাই নিয়ম-নীতি মেনে স্থাপন করা হয়নি। প্রশাসনের কিছু কর্মকর্তাদের ব্যবস্থা করে ভাটাগুলো পরিচালিত হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘দ্রুত এসব ভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’

পরিবেশ অধিদপ্তর হবিগঞ্জের উপপরিচালক মিজানুর রহমান বলেন, ‘আজকে আমরা নির্দেশনাটি পেয়েছি। তবে আমার কার্যালয়ে মাত্র একজন স্টাফ, সেক্ষেত্রে ২ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে পারব কী না সেটি নিশ্চিতভাবে বলতে পারছি না। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

রোগী দেখতে হবে কমপক্ষে ১০ মিনিট, অতিদরিদ্রদের জন্য বিনা মূল্যে স্বাস্থ্যসেবা

সন্ধ্যায় বাজারে গিয়ে নিখোঁজ, ভোরে কালভার্টের নিচে মিলল নারীর লাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘ইচ্ছেমতো’ ব্যয়, দুই বছরে রাষ্ট্রের ক্ষতি ৩৮৩ কোটি ৫০ লাখ টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত