Ajker Patrika

লক্ষ্যমাত্রা ১২ শ টিকা নিয়েছে ৭৬২ শিক্ষার্থী

যশোর প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৮: ৩১
লক্ষ্যমাত্রা ১২ শ  টিকা নিয়েছে ৭৬২ শিক্ষার্থী

যশোরে প্রথম দিনে ৭৬২ জন এইচএসসি শিক্ষার্থীকে করোনার টিকা দেওয়া হয়েছে। গতকাল সোমবার শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচির আওতায় তাদের টিকা দেওয়া হয়।

যশোরের সিভিল সার্জনের মুখপাত্র ডা. রেহেনেওয়াজ বলেন, ‘প্রথম দিন শিক্ষা অফিস থেকে আমাদের কাছে ১২ শ পরীক্ষার্থীকে টিকাদানের লক্ষ্যমাত্রা দিয়েছিল। আমরা সে অনুযায়ী শহরের পিটিআই কেন্দ্রে দুটি বুথ স্থাপন করি। কিন্তু এ দিনে ৭৬২ জন শিক্ষার্থী টিকা নেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ আসে। আমরা তাদের সবাইকে টিকা দিয়েছি।’

ডা. রেহেনেওয়াজ বলেন, ‘পর্যায়ক্রমে ১২ থেকে ১৭ বছর বয়সী সকল শিক্ষার্থীকেই টিকার আওতায় আনা হবে। সে লক্ষ্যে আমাদের সব প্রস্তুতি রয়েছে। শিক্ষা অফিস থেকে তালিকা পেলেই সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত