Ajker Patrika

৩১ জনে নেই ২০ জন

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১১: ৩৯
৩১ জনে নেই ২০ জন

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩১ জন চিকিৎসক থাকার কথা থাকলেও রয়েছেন মাত্র ১১ জন মেডিকেল অফিসার। এর মধ্যে চারজন অন্যত্র প্রেষণে আর একজন মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। ফলে ছয়জন চিকিৎসককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সামাল দিতে বেগ পেতে হচ্ছে। এ ছাড়া হাসপাতালে কোনো বিশেষজ্ঞ চিকিৎসক নেই।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ৫০ সজ্জা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন প্রায় ১৫০-২০০ জন নতুন রোগী আউটডোরে চিকিৎসাসেবা নিতে আসেন। এ ছাড়া জরুরি বিভাগে অর্ধশত রোগী জরুরি সেবা নেন। এর মধ্যে ২৫-৩০ জন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নেন।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা একাধিক রোগীর সঙ্গে কথা বলে জানা গেছে, এ স্বাস্থ্য কমপ্লেক্সে নেই কোনো রোগ নির্ণয়ের ব্যবস্থা। নেই কোনো বিশেষজ্ঞ চিকিৎসক। তাই সাধারণ কোনো অসুস্থতা নিয়ে আসলেও বিশেষজ্ঞ চিকিৎসক সংকটের কারণে তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা সাইফুল হাসান বলেন, ‘করোনা মহামারির কারণে দেশে চিকিৎসক সংকট রয়েছে। পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের চারজন চিকিৎসককে ঢাকা আইইডিসিআরে প্রেষণে নেওয়া হয়েছে। তাঁরা পাথরঘাটায় সংযুক্ত থাকলেও দায়িত্ব পালন করেন ঢাকা আইইডিসিআরে। ফলে রেজিস্ট্রারে সংযুক্ত থাকলেও কর্মস্থলে চিকিৎসক নেই।’

সাইফুল ইসলাম আরও বলেন, ‘প্রেষণে থাকা চারজন চিকিৎসকের সংযুক্তি বাতিল চেয়ে সিভিল সার্জনের কাছে আবেদন করা হয়েছে। এ ছাড়া একজন শিশু বিশেষজ্ঞ চিকিৎসক মাতৃত্বকালীন ছুটিতে থাকায় এ স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো বিশেষজ্ঞ চিকিৎসক নেই। এত কম চিকিৎসক দিয়ে স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে।’

এ ব্যাপারে সিভিল সার্জন মারিয়া হাসান বলেন, ‘এ বিষয়ে প্রতি মাসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়। চিকিৎসক সংকট থাকার কারণে চিকিৎসার ঘাটতি মেটানো সম্ভব হচ্ছে না। তবে এ বিষয়ে অতি শিগগিরই একটি সুরাহা করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত