Ajker Patrika

গাড়ি ভাঙচুর করে দাবি আদায় অগ্রহণযোগ্য

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১২: ১১
গাড়ি ভাঙচুর করে দাবি আদায় অগ্রহণযোগ্য

শ্রেণিকক্ষ ছেড়ে রাস্তা দখল কিংবা গাড়ি ভাঙচুর করে দাবি আদায় গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন।

তিনি গণপরিবহনে হাফ-পাসের আন্দোলন যাতে কারও ক্রীড়নক হিসেবে ব্যবহৃত না হয় সেদিকে লক্ষ রাখার আহ্বান জানিয়েছেন। গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ আহ্বান জানান।

খোরশেদ আলম বলেন, শ্রেণিকক্ষ ছেড়ে রাস্তা দখল করে কিংবা গাড়ি ভাঙচুর করে দাবি আদায় গ্রহণযোগ্য নয়। অতীতেও এভাবে ছাত্র আন্দোলনের নামে কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করেছে একটি স্বার্থান্বেষী মহল। পরবর্তীতে দেখা গেছে, ঢাকার নীলক্ষেত থেকে স্কুল পোশাক বানিয়ে, ব্যাগ কাঁধে চাপিয়ে ছাত্র আন্দোলনকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে মহলটি। ছাত্র আন্দোলনের মাধ্যমে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশে অরাজকতা সৃষ্টি অপপ্রয়াসে জড়িত ছিল মহলটি। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে সেসব রহস্য উন্মোচিত হয়।

সুজন বলেন, করোনা সংক্রমণের কারণে বিগত দেড় বছর ধরে শিক্ষার্থীরা কোনো ক্লাস করতে পারেনি। পরীক্ষা কার্যক্রমও বন্ধ ছিল। সরকার যখন পুরোপুরিভাবে দেশের শিক্ষা কার্যক্রম শুরু করেছে ঠিক সে মুহূর্তে হাফ-পাসের আন্দোলনের নামে প্রতিদিন যদি শিক্ষার্থীরা রাস্তায় এসে সভা-সমাবেশ করে তাহলে করোনা পরিস্থিতির মধ্যেও স্কুল কলেজ খোলা রেখে কী?

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত