Ajker Patrika

শ্রীনগরে সরব স্বতন্ত্র প্রার্থীরা

মুন্সিগঞ্জ ও শ্রীনগর প্রতিনিধি
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ০৮: ৪৬
শ্রীনগরে সরব স্বতন্ত্র প্রার্থীরা

আগামীকাল বৃহস্পতিবার মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গতকাল (সোমবার) মধ্যরাত থেকে শেষ হয়েছে প্রার্থীদের প্রচার। ১৪ ইউনিয়নের ১২৮টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মাঠে থাকছেন ১৯ ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২ হাজার ৯৪৫ সদস্য।

উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের মধ্যে ১১টিতেই আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রার্থীর বিপক্ষে নির্বাচনী মাঠে সরব আছেন স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থীরা। ত্যাগী নেতা-কর্মীদের অবমূল্যায়ন করায় অনেকেই ক্ষুব্ধ বলে জানা গেছে। আর তাই এসব ইউনিয়নে ভোট প্রতিযোগিতায় নৌকার ভরাডুবির আশঙ্কা করছেন স্থানীয় আওয়ামী লীগের অনেকেই।

এবারের ইউপি নির্বাচনে বিএনপি মনোনীত কোনো প্রার্থী না থাকায় এখানে বিএনপির নেতা-কর্মীরা সুযোগ বুঝে স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে প্রচারণা করতে দেখা গেছে। এ ছাড়া আওয়ামী লীগের ত্যাগী নেতা-কর্মীদের অবমূল্যায়ন করায় অনেকেই মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করছেন না।

শ্রীনগর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলাম, তন্তর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. নুরুজ্জামন ব্যাপারী, কোলাপাড়া ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নেছারউল্লাহ সুজনসহ একাধিক প্রার্থী ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিটি ইউনিয়নে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের তৃণমূলে কোন্দল-গ্রুপিং, দলীয় প্রার্থী চূড়ান্তের বিষয়ে অসচেতনতার কারণেই ভোটযুদ্ধে শ্রীনগরের ইউপি নির্বাচনে নৌকার ভরাডুবি হতে পারে। ধারণা করা হচ্ছে ভোটযুদ্ধে উপজেলার প্রায় ১০ থেকে ১২টি ইউনিয়নে নৌকার পরাজয় হতে পারে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ১৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১২৪ জন ও সাধারণ সদস্য পদে ৪১৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে ১৪টি ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে ১৪ জন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের ১৪ জনসহ বিদ্রোহী ও স্বতন্ত্র হিসেবে আনারস, চশমা, মোটরসাইকেল, ঘোড়া, টেবিল ফ্যান প্রতীক নিয়ে নির্বাচন করছেন। শ্রীনগর উপজেলায় মোট ভোটার ২ লাখ ৩৭ হাজার ৩০১ জন। এদের মধ্যে নারী ১ লাখ ১৬ হাজার ৬৯ ও পুরুষ ১ লাখ ২১ হাজার ২৩২ জন।

এদিকে প্রতীক পাওয়ার পর থেকেই স্বতন্ত্র প্রার্থীরা কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনের প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন। কোনো কোনো ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় নৌকার সমর্থকদের বাধা দেওয়ার অভিযোগও পাওয়া গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, গত ২৯ অক্টোবর দুপুরে তন্তরের ব্রাহ্মণখোলায় নির্বাচনী সহিংসতায় আনারসের প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান আলী আকবরের ওপর হামলার ঘটনা ঘটে। নৌকার প্রার্থী জাকির হোসেনের নেতৃত্বে হামলার অভিযোগ ওঠে। ওই হামলায় আলী আকবরসহ তাঁর ১৪ সমর্থক আহত হন। একই দিন রাতে হামলার ঘটনা ঘটে রাঢ়িখালের বউবাজারে স্বতন্ত্র প্রার্থী হারুন উর রশিদের নির্বাচনী ক্যাম্পে। রাঢ়িখালের নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান বারেক খান বারীর সমর্থকদের বিরুদ্ধে এই হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় আনারসের প্রায় ১০ জন আহত হওয়ার ঘটনা ঘটে।

একই রাতে পাটাভোগে স্বতন্ত্র প্রার্থী হাছেন শেখের প্রচারণায় বাধা ও আনারসের ক্যাম্প বন্ধের অভিযোগ ওঠে নৌকার প্রার্থী মুন খানের সমর্থকদের বিরুদ্ধে। গত কয়েক দিনে ষোলঘরে স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেন সেন্টুর দুই সমর্থকের ওপর অজ্ঞাত হামলার অভিযোগ পাওয়া যায়। গত সোমবার বাঘড়ায় টেলিফোন প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবু আল নাসের তানজিলের এক সমর্থককে হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ ওঠে নৌকার প্রার্থী নুরুল ইসলাম ও তাঁর ভাইদের বিরুদ্ধে।

এ ছাড়া গত বৃহস্পতিবার বিকেলে টেলিফোন সমর্থকদের ওপর হামলার খবর শুনতে পাওয়া গেছে। এ ঘটনায় নারীসহ তিনজন আহত হন। এ ছাড়া অন্যান্য ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী এক পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় বাধা ও হুমকি-ধমকির একাধিক অভিযোগ তুলছেন। কোনো কোনো ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের হয়।

এদিকে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠু কারার জন্য নির্বাচনী মাঠে ৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৪ প্লাটুন বিজিবি, ২ প্লাটুন র‍্যাব, পুলিশের ১৪টি মোবাইল টিম, ৫টি স্ট্রাইকিং ফোর্স ও ১টি রিজার্ভ টিম থাকবে। প্রতি কেন্দ্রে ৫ জন পুলিশ ও ১৭ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবে। তিনি আরও বলেন, ১৪টি ইউনিয়নের মধ্যে ভাগ্যকূল ইউনিয়নে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হবে। ভোটগ্রহণ নির্বিঘ্ন করতে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে।

জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমেদ বলেন, শ্রীনগরের নির্বাচন হবে মডেল নির্বাচন।

জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন যেকোনো অবস্থায় পরিস্থিতি স্বাভাবিক রাখার আশ্বাস দিয়েছেন। সেই সঙ্গে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১টা বাজলেই আর স্কুলে থাকে না শিক্ষার্থীরা, ফটকে তালা দিয়েও ঠেকানো গেল না

বিতর্কিত মন্তব্যে পাকিস্তানে জনপ্রিয় আলেম ইঞ্জিনিয়ার আলি মির্জা গ্রেপ্তার

ভিকারুননিসায় হিজাব বিতর্ক: বরখাস্ত শিক্ষককে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

আসামে ‘দেখামাত্র গুলির নির্দেশ’ বহাল থাকবে দুর্গাপূজা পর্যন্ত

সরকারের কমিটি পছন্দ হয়নি, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ‎প্রকৌশল শিক্ষার্থীদের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত