আবুল আহসান টিটু, ফকিরহাট (বাগেরহাট)
খুলনা-মোংলা ও বাগেরহাট মাওয়া মহাসড়কের ব্যস্ততম কাটাখালী তিন রাস্তার মোড়ে ফুটপাতসহ রাস্তার দুই পাশ দখল করে নিয়মিত গাড়ি পার্কিংয়ের অভিযোগ পাওয়া গেছে। এতে ব্যস্ততম সড়কটি সংকুচিত হয়ে যানজট সৃষ্টির পাশাপাশি বাড়ছে সড়ক দুর্ঘটনা।
হাইওয়ে পুলিশ বক্সের পাশেই এভাবে রাস্তা দখল করে ট্রাক-পিকআপ পার্কিং করা হচ্ছে। সড়কে তীব্র যানজট সৃষ্টি হলেও তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয় না বলে অভিযোগ স্থানীয়দের। জনবহুল এ সড়কের দুই পাশ দখলের কারণে প্রতিদিন হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে।
গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, কাটাখালী মোড়ের মোংলা সড়কের প্রবেশ মুখ হতে এসবিএসসি ব্যাংকের সামনে হয়ে মুন স্টার জুট মিল পর্যন্ত প্রায় ২০০ মিটার রাস্তার দুই পাশে ফুটপাত ও রাস্তার কিছু অংশ দখল করে ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যান দাঁড়িয়ে আছে।
অন্যদিকে, কাটাখালী নিউ মার্কেটের সামনে থেকে যুগীখালী সেতুর দুই পাশে এবং কাটাখালী-বাগেরহাট সড়কের প্রবেশ মুখ হতে নতুন সেতু হয়ে আফফান হোটেল পর্যন্ত প্রায় ২৫০ মিটার রাস্তার দুই পাশে সড়কের ওপর ঝুঁকিপূর্ণভাবে ট্রাক, ট্রলি, কাভার্ড ভ্যানসহ ভারী যানবাহন দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
স্থানীয়রা জানান, বিকেলের পর থেকে মধ্যরাত পর্যন্ত কাটাখালী বাসস্ট্যান্ডের তিন পাশের রাস্তাই ভারী যানবাহনের পার্কিংয়ের কারণে আটকে থাকে। চালকেরা রাস্তার ওপর দীর্ঘ সময় গাড়ি রেখে হোটেলে খাওয়াসহ প্রয়োজনীয় কাজ সারেন। ফলে সংকুচিত রাস্তায় পথচারী ও অন্যান্য যানবাহনের চলাচল করতে অসুবিধায় পড়তে হয়। পথচারী, ভ্যানচালক, অটো ও মাহেন্দ্রচালক এবং স্থানীয়রা অতি দ্রুত এসব অবৈধ পার্কিং বন্ধ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
মাহেন্দ্রচালক হাদিউর রহমান বলেন, সড়কের ওপর এমনভাবে ট্রাক-কনটেইনার ও পিকআপ দাঁড় করিয়ে রাখা হয় যে ভ্যান-রিকশা এমনকি মোটরসাইকেল বা ভারী যানবাহনও চলাচল করতে পারে না। এতে একদিকে সড়ক সংকুচিত হয়ে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে, অন্যদিকে ছোট-বড় সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে। অতি দ্রুত বাসস্ট্যান্ডের দাঁড়িয়ে থাকা ট্রাক-কনটেইনার ও পিকআপগুলো সরিয়ে দেওয়া না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
কাটাখালী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন বলেন, সম্প্রতি মহাসড়কের দুই পাশে দূর দূরান্ত থেকে আসা ট্রাক, কাভার্ড ভ্যান, ট্রলি-কনটেইনার চালকেরা যানবাহন দাঁড় করিয়ে হোটেল-রেস্তোরাঁয় খাওয়া-দাওয়া করেন। যে কারণে কিছুটা যানজটের সৃষ্টি হচ্ছে। অতি দ্রুত এসব যানবাহনের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী সাগর সৈকত মণ্ডল বলেন, তিনি নতুন বদলি হয়ে এসেছি। যানবাহনের এভাবে রাস্তা আটকে দাঁড়িয়ে থাকার সুযোগ নেই। সড়ক ও জনপথ বিভাগের লোক সেখান আছে। বিষয়টি জেনে দ্রুত পদক্ষেপ নেবেন।
খুলনা-মোংলা ও বাগেরহাট মাওয়া মহাসড়কের ব্যস্ততম কাটাখালী তিন রাস্তার মোড়ে ফুটপাতসহ রাস্তার দুই পাশ দখল করে নিয়মিত গাড়ি পার্কিংয়ের অভিযোগ পাওয়া গেছে। এতে ব্যস্ততম সড়কটি সংকুচিত হয়ে যানজট সৃষ্টির পাশাপাশি বাড়ছে সড়ক দুর্ঘটনা।
হাইওয়ে পুলিশ বক্সের পাশেই এভাবে রাস্তা দখল করে ট্রাক-পিকআপ পার্কিং করা হচ্ছে। সড়কে তীব্র যানজট সৃষ্টি হলেও তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয় না বলে অভিযোগ স্থানীয়দের। জনবহুল এ সড়কের দুই পাশ দখলের কারণে প্রতিদিন হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে।
গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, কাটাখালী মোড়ের মোংলা সড়কের প্রবেশ মুখ হতে এসবিএসসি ব্যাংকের সামনে হয়ে মুন স্টার জুট মিল পর্যন্ত প্রায় ২০০ মিটার রাস্তার দুই পাশে ফুটপাত ও রাস্তার কিছু অংশ দখল করে ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যান দাঁড়িয়ে আছে।
অন্যদিকে, কাটাখালী নিউ মার্কেটের সামনে থেকে যুগীখালী সেতুর দুই পাশে এবং কাটাখালী-বাগেরহাট সড়কের প্রবেশ মুখ হতে নতুন সেতু হয়ে আফফান হোটেল পর্যন্ত প্রায় ২৫০ মিটার রাস্তার দুই পাশে সড়কের ওপর ঝুঁকিপূর্ণভাবে ট্রাক, ট্রলি, কাভার্ড ভ্যানসহ ভারী যানবাহন দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
স্থানীয়রা জানান, বিকেলের পর থেকে মধ্যরাত পর্যন্ত কাটাখালী বাসস্ট্যান্ডের তিন পাশের রাস্তাই ভারী যানবাহনের পার্কিংয়ের কারণে আটকে থাকে। চালকেরা রাস্তার ওপর দীর্ঘ সময় গাড়ি রেখে হোটেলে খাওয়াসহ প্রয়োজনীয় কাজ সারেন। ফলে সংকুচিত রাস্তায় পথচারী ও অন্যান্য যানবাহনের চলাচল করতে অসুবিধায় পড়তে হয়। পথচারী, ভ্যানচালক, অটো ও মাহেন্দ্রচালক এবং স্থানীয়রা অতি দ্রুত এসব অবৈধ পার্কিং বন্ধ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
মাহেন্দ্রচালক হাদিউর রহমান বলেন, সড়কের ওপর এমনভাবে ট্রাক-কনটেইনার ও পিকআপ দাঁড় করিয়ে রাখা হয় যে ভ্যান-রিকশা এমনকি মোটরসাইকেল বা ভারী যানবাহনও চলাচল করতে পারে না। এতে একদিকে সড়ক সংকুচিত হয়ে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে, অন্যদিকে ছোট-বড় সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে। অতি দ্রুত বাসস্ট্যান্ডের দাঁড়িয়ে থাকা ট্রাক-কনটেইনার ও পিকআপগুলো সরিয়ে দেওয়া না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
কাটাখালী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন বলেন, সম্প্রতি মহাসড়কের দুই পাশে দূর দূরান্ত থেকে আসা ট্রাক, কাভার্ড ভ্যান, ট্রলি-কনটেইনার চালকেরা যানবাহন দাঁড় করিয়ে হোটেল-রেস্তোরাঁয় খাওয়া-দাওয়া করেন। যে কারণে কিছুটা যানজটের সৃষ্টি হচ্ছে। অতি দ্রুত এসব যানবাহনের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী সাগর সৈকত মণ্ডল বলেন, তিনি নতুন বদলি হয়ে এসেছি। যানবাহনের এভাবে রাস্তা আটকে দাঁড়িয়ে থাকার সুযোগ নেই। সড়ক ও জনপথ বিভাগের লোক সেখান আছে। বিষয়টি জেনে দ্রুত পদক্ষেপ নেবেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪