Ajker Patrika

মামলার সাক্ষী হওয়ায় সাংবাদিককে মারধর

তালতলী (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৩: ১৬
মামলার সাক্ষী হওয়ায় সাংবাদিককে মারধর

বরগুনার তালতলীতে চাঁদাবাজি মামলার সাক্ষী হওয়ায় এক সাংবাদিককে মারধরের অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাত ৮টার দিকে উপজেলা সদর রোডের মহিলা মার্কেটের সামনে এ মারধরের ঘটনা ঘটে।

আহত সাংবাদিকের নাম মো. ওমর ফারুক। তিনি তালতলী প্রেসক্লাবের সহসভাপতি।

জানা যায়, তালতলী প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক মো. ওমর ফরুক উপজেলার ছোটবগী ইউনিয়নের জাকিরতবর এলাকায় বসবাস করেন। ওই এলাকার ফাহিমা বেগমের একটি বসতবাড়ি নির্মাণকালে একই এলাকার প্রভাবশালী শাহিন হাওলাদার ও তাঁর চাচাতো ভাই খলিল হাওলাদার চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় ফাহিমা বেগমের বসতবাড়ি নির্মাণে বাঁধা দেয়। পরে বরগুনা দ্রুত বিচার আদালতে প্রভাবশালী শাহিন হাওলাদার ও তাঁর চাচাতো ভাই খলিল হাওলাদারকে আসামিকে করে চাঁদাবাজি মামলা করেন ভুক্তভোগী পরিবারটি। এই মামলায় সাংবাদিক ওমর ফারুককে ৪ নম্বর সাক্ষী রাখা হয়। মামলায় যাতে আদালতে সাক্ষী দিতে না যায় এ জন্য বিভিন্ন সময়ে হুমকি দিয়ে আসছেন। এরই জের ধরে শুক্রবার রাতে উপজেলা সদর রোডের মহিলা মার্কেটের সামনে খলিল, শাহিন ও কবির হাওলাদারসহ কয়েক জন সন্ত্রাসী বাহিনী সাংবাদিক ওমর ফারুককে মারধর করেন। পরে স্থানীয়রা উদ্ধার করে তালতলী হাসপাতালে নিয়ে যায়। ওই রাতেই সাংবাদিক ওমর ফারুক বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

আহত সাংবাদিক ওমর ফারুক বলেন, ‘আমি মামলার সাক্ষী হওয়াতে প্রভাবশালী কবির, খলিল ও শাহিন বিভিন্ন সময়ে হুমকি দিয়ে আসছেন। এরই জের ধরে শুক্রবার আমাকে মারধর করেন তারা।’

এ বিষয়ে অভিযুক্ত খলিল ও শাহিন হাওলাদারকে একাধিকবার ফোন দিলেও তাঁদের ফোনটি বন্ধ পাওয়া যায়।

তালতলী প্রেসক্লাবের সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, ‘প্রেসক্লাবের সহসভাপতিকে মারধরের বিষয়টি খুব দুঃখজনক। তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি।’

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

ঢাবিতে পাঁচ প্যানেলে ভোটের যুদ্ধ

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত