Ajker Patrika

আখাউড়ার জনসভায় আইনমন্ত্রী

আখাউড়া ও কসবা প্রতিনিধি
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৩: ২১
আখাউড়ার জনসভায় আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, শেখ হাসিনার সরকার ষড়যন্ত্রে ভয় করে না। ষড়যন্ত্রে একবার জাতির পিতাকে হারিয়েছি। আর ষড়যন্ত্র করতে দেওয়া হবে না। জনগণের শক্তিতে সব ষড়যন্ত্র প্রতিহত করা হবে। আমাদের ষড়যন্ত্রের ভয় দেখাবেন না।

গতকাল বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ৩৮ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্থর স্থাপন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ এ সভার আয়োজন করে।

আইনমন্ত্রী বলেন, ‘দুইটি দুর্নীতির মামলায় খালেদা জিয়ার সাজা হয়েছে। মানবিক কারণে দুই শর্তে তাকে মুক্তি দেওয়া হয়েছে। তাঁর করোনা শনাক্ত হয়েছে, হাসপাতালেও গেছেন তিনি। হাসপাতালে যাওয়ার দিন থেকে তিনি দেশের বাইরে যেতে বলছেন একাধিকবার। কিন্তু তিনি দেশে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। তাহলে তিনি বিদেশ যেতে চান কেন?’

আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান, পুলিশ সুপার আনিসুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তার, আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূইয়া জীবন ও সদর উপজেলা চেয়ারম্যান ফিরোজুর রহমান অলিও প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় তিনি আখাউড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তা ও স্বাস্থ্য প্রকল্পের নির্মাণকাজের ৩৮টি প্রকল্পের মোট ৬৫ কোটি টাকার উন্নয়ন মূলক কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

এদিকে একইদিন বিকেলে কসবা উপজেলায় উপজেলা পরিষদ মিলনায়তন থেকে প্রায় ৪২ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন প্রকল্পের আওতায় নবনির্মিত ৩১টি প্রাথমিক বিদ্যালয় ভবন,৭টি উচ্চ বিদ্যালয় ভবন,২টি মাদ্রাসা ভবন, কসবা টিআলী কলেজ নবনির্মিত ভবন, পৌরসভার অধীনে ৩টি কাজ এবং করোনা রোগীদের চিকিৎসায় কসবা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করেন আইনমন্ত্রী।

উপজেলা প্রশাসনের আয়োজনে খাড়েরা ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কবির আহাম্মদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম, সহকারী কমিশনার ভূমি হাসিবা খান, কসবা পৌর মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত