Ajker Patrika

শহীদদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ২৭ মার্চ ২০২২, ১০: ০৯
শহীদদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সারা দেশের মতো চট্টগ্রাম ও কক্সবাজারে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করা হয়েছে। গতকাল শ্রদ্ধা নিবেদন, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুচকাওয়াজের মধ্য দিয়ে বীর শহীদদের সম্মান জানানো হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রতিনিধিদের পাঠানো খবর

সীতাকুণ্ড: বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রামের সীতাকুণ্ডে মহান স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। গতকাল শনিবার সকালের শুরুতেই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন সীতাকুণ্ডবাসী। প্রথমে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সাংসদ দিদারুল আলম। এরপর উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন, উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া, জেলা পরিষদ সদস্য আ ম ম দিলসাদ, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম। এছাড়াও সীতাকুণ্ড প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, সীতাকুণ্ড মডেল থানা, উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, উপজেলা বিএনপি, ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা মুক্তিযুদ্ধে শহীদ ত্রিশ লাখ বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।

ফটিকছড়ি: জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্যদিয়ে চট্টগ্রামের ফটিকছড়িতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার দিনব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করে উপজেলা প্রশাসন।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের শুভ সূচনা করা হয়। সকালে স্মৃতি ফলক শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে বঙ্গবন্ধুর স্মৃতি ভাষ্কর্যে শ্রদ্ধা জানানো হয়।

সকালে উপজেলার করোনেশান সরকারি পাইলট আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিনুল হাসান, সহকারি কমিশনার (ভূমি) এস এম আলমগীর, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা ও ভাইস চেয়ারম্যান এডভোকেট সালামত উল্লাহ চৌধুরী সালাম গ্রহণ করেন। পরে কুচকাওয়াজ ও শারীরিক কসরত অনুষ্ঠিত হয়।

হাটহাজারী: হাটহাজারীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। গতকাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয়।

দিনব্যাপী উপজেলা প্রশাসন বিস্তারিত কর্মসূচির আয়োজন করেন। এর মধ্যে সকালে আনুষ্ঠানিক জাতীয় পতাকা জাতীয় করা হয়। হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ভিফেন্স, হাটহাজারী সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন এবং রোভার স্কাউট গ্রুপ এবং গার্লস গাইড কর্তৃক কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন করা হয়।

লোহাগাড়া: দিবসটি পালন উপলক্ষে প্রথম ভোরে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা স্বাস্হ্য বিভাগ, পদুয়া বনবিভাগ, আনসার বাহিনী, পল্লী বিদ্যুৎ বিভাগ, রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা জানানো শেষে একই দিন সকাল ৯টার দিকে লোহাগাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কুজকাওয়াজ, ডিসপ্লে, আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বাঁশখালী: প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী। প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী।

উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক এর সঞ্চালনায় বাঁশখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজেমী, সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুক, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন, চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা সুলতানুল গনি চৌধুরী লেদু মিয়া, মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, উপজেলা সমবায় কর্মকর্তা গাজী ওমর ফারুক চৌধুরী, নির্বাচন কর্মকর্তা ফয়সাল আলম, উপজেলা শিক্ষা মো. নুরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন হাসান, উপজেলা যুবলীগের সভাপতি অধ্যাপক তাজুল ইসলাম।

চন্দনাইশ: চন্দনাইশে জাতীয় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে চন্দনাইশ কেন্দ্রীয় শহীদ মিনারে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, পুষ্পস্তবক অর্পণ করে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। গতকাল ২৬ মার্চ সকালে উপজেলা কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কুজ-কাওয়াজ, জাতীয় পতাকা উত্তোলনসহ আলোচনা সভার আয়োজন করা হয়।

টেকনাফ: নানা কর্মসূচির মধ্য দিয়ে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে স্বাধীনতা দিবস উদ্‌যাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত স্বাধীনতা দিবস পালন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম। এতে সরকারি বেসরকারি কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

এ ছাড়া কাটাখালী রওজতুন্নবী দাখিল মাদ্রাসায় দিবসটি উদ্‌যাপন করা হয়। শেষে আলোচনা সভা মাদ্রাসা সুপার ওসমান সরওয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হারুনর রশিদ সিকদার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত