Ajker Patrika

কর্মীদের ‘বিমা’ ঘোষণা চেয়ারম্যান পদপ্রার্থীর!

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১২: ০৩
কর্মীদের ‘বিমা’ ঘোষণা চেয়ারম্যান পদপ্রার্থীর!

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পক্ষে কাজ করতে গিয়ে সহিংসতায় কর্মী মারা গেলে তাঁর পরিবারকে ১০ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন সিরাজদিখান উপজেলার বাসাইল ইউপির চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী সাইফুল ইসলাম যুবরাজ। তিনি আরও বলেছেন, মারামারি করে আহত হয়ে হাসপাতালে গেলে সব চিকিৎসার খরচ দেবেন, পাশাপাশি ওই কর্মীর পরিবারের যাবতীয় খরচ বহন করবেন।

সম্প্রতি কয়েকটি সভায় কর্মীদের উদ্দেশে দেওয়া বাসাইল ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও বর্তমান ইউপি চেয়ারম্যানের এমন বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। তাঁর এমন বক্তব্যে নির্বাচনী সহিংসতার ইঙ্গিত বহন করছে। এতে করে ইউপি নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

ভিডিওতে দেখা যায় সম্প্রতি সাইফুল ইসলাম যুবরাজ এক সভায় বলেন, ‘আমার কর্মী যাঁরা, তার লিস্ট আছে। এই কর্মীদের যদি কেউ আমার নির্বাচন করতে গিয়ে মারা যান, তাহলে আমার পক্ষ থেকে ১০ লাখ টাকা পরিবারকে দেওয়া হবে। আর যদি খুনোখুনি বাইরাবাইরি করে হাসপাতালে ভর্তি থাকেন, তাহলে তাঁর সম্পূর্ণ খরচ আমি বহন করব। এমনকি তাঁর সংসারের খরচও আমি চালাব।’

চেয়ারম্যান আরও বলেন, ‘আমি ঢোড়া সাপ। চুপ করে শুয়ে থাকি, আর যখন কামড় মারি তখন মাংসসহ ছিঁড়ে ফেলি।’

এই উপজেলায় আগামী ২৩ শে ডিসেম্বর ১৪টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ২৯ নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ৬ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর।

এলাকাবাসী বলছেন, প্রতিপক্ষ প্রার্থীকে ঘায়েল করতে বিভিন্ন সভা-সমাবেশে উসকানিমূলক বক্তব্য দিয়ে কর্মীদের সহিংসতার দিকে ঠেলে দিচ্ছেন সাইফুল চেয়ারম্যান। এ ধরনের উসকানিমূলক বক্তব্য দেওয়ায় তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত।

বাসাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং চেয়ারম্যান মনোনয়নপ্রত্যাশী এইচ এম নজরুল ইসলাম টিটু বলেন, ‘সাইফুল চেয়ারম্যান যে বক্তব্য দিয়েছেন সামাজিক মাধ্যমে কয়েক দিন ধরেই সেটা ঘুরছে। এটা আমিও দেখেছি। তিনি উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। এতে সহিংসতা হতে পারে। তিনি নৌকা প্রতীক নিয়ে গত বছর চেয়ারম্যান নির্বাচন করেছেন। এবারও মনোনয়ন চেয়েছে আমিও চেয়েছি। কিন্তু ভয়ভীতি দেখানোর জন্য এ রকম বক্তব্য মোটেও কাম্য নয়। এতে দলের ভাবমূর্তি নষ্ট হয়।’

এ বিষয়ে সাইফুল ইসলাম যুবরাজ মোবাইলফোনে বলেন, ‘১৯৮৬ সালে নির্বাচনে রাঙাভিলা নামে একটি কেন্দ্রে গুলিতে তিনজন লোক মারা গিয়েছিল। নিহতদের পরিবারকে কেউ সহযোগিতা করেনি। এতে করে তাঁরা ফকির হয়ে গেছে। এই কথার উদাহরণ দিয়ে আমি বলেছি যে, নির্বাচনে আসতে আপনারা ভয় করবেন না। আল্লাহ এমন দিন না আনুক যে কেউ মারা গেলে সহযোগিতা পাবেন না। যদি আমার নির্বাচন করতে গিয়ে যদি কেউ মারা যান তবে আমি ১০ লাখ টাকা দিব।’

সিরাজদিখান থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, ‘আমরা কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটতে দেব না। তাই সবাইকে বলব উসকানিমূলক কথা যেন কেউ না বলেন। এ রকম কোনো কথা চেয়ারম্যান বলে থাকলে তদন্ত করে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত