Ajker Patrika

খাবারের খোঁজে সবচেয়ে বড় অজগর লোকালয়ে?

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ৪৪
খাবারের খোঁজে সবচেয়ে বড় অজগর লোকালয়ে?

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে বিশাল আকারের একটি অজগরের দেখা মিলেছে। এটি দেশের সবচেয়ে বড় অজগর বলে দাবি করছেন বন্য প্রাণীর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সম্প্রতি অজগরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, লাউয়াছড়ার ভেতরে জাগছড়া এলাকার লেবুবাগানের মাঝপথ দিয়ে চা-বাগানের দিকে যাচ্ছে বিশাল এক অজগর। সাপটি ২৪-২৫ ফুট লম্বা এবং ৬০-৭০ কেজি হবে।

পরিবেশকর্মী রিপন দে গত রোববার তাঁর ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করার পরেই ভিডিওটি ভাইরাল হয়। ওই ভিডিও দেখা অনেকেই মন্তব্য করেছেন, এটাই বাংলাদেশের সবচেয়ে বড় অজগর। এর চেয়ে বড় সাপ আজ পর্যন্ত বাংলাদেশে দেখা যায়নি।

বিশাল অজগর লোকালয়ে বেরিয়ে আসার দুটি কারণ বলছে বন বিভাগ। গত কয়েক দিন অতিরিক্ত ঠান্ডা থাকার কারণে রোদ পোহানোর জন্য গভীর জঙ্গল থেকে বেরিয়ে এসেছে। অথবা চা-বাগানে অসংখ্য খরগোশ বসবাস করে। খরগোশ খাওয়ার জন্য হয়তো বেরিয়ে এসেছে অজগরটি।

জীববৈচিত্র্য রক্ষা কমিটি কমলগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মো. আহাদ মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘প্রায় এক যুগ ধরে লাউয়াছড়া নিয়ে কাজ করছি। কিন্তু আজ পর্যন্ত এত বড় সাপ দেখিনি। সাধারণত টেলিভিশনের পর্দায় ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফিকের পর্দায় এ রকম বিশাল আকৃতির অজগর দেখতে পাই।’

রিপন দে বলেন, লাউয়াছড়া জাতীয় উদ্যানে অতিরিক্ত দর্শনার্থী প্রবেশ, ঘনবসতি, জনসংখ্যা বৃদ্ধি, বাড়িঘর নির্মাণ, বৃক্ষনিধন, ভূমি দখলসহ নানা কারণে বনের প্রাণীরা আতঙ্কে আছে। বনে যদি বনের পরিবেশ থাকত, তাহলে প্রাণীরা লোকালয়ে কোনোভাবেই বেরিয়ে আসত না। বনের প্রশস্ততা কমে যাওয়ায় হয়তো দেশের সবচেয়ে বিশাল অজগর লোকালয়ে বেরিয়ে এসেছে।

অজগর নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন গবেষক শাহারিয়ার সিজার। তিনি বলেন, ‘লাউয়াছড়াসহ দেশের বিভিন্ন জায়গায় অজগর নিয়ে কাজ করছি। কিন্তু আকৃতিতে এত বড় সাপ দেশের কোথাও দেখিনি।’

লাউয়াছড়ার বন রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বিশাল অজগর বিষয়ে বলেন, ‘বিশাল অজগরটি আমি এর আগে কখনো দেখেনি। বন্য প্রাণী যেন বনে নিরাপদে চলাচল করতে পারে, এ জন্য আমরা সব সময় কাজ করছি।’

বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, অজগরটি রোদ পোহাতে বা খরগোশ খাওয়ার জন্য বেরিয়ে এসেছে। এটি আমার দেখা সবচেয়ে বড় অজগর। লাউয়াছড়া যে বন্য প্রাণীর জন্য একটি ভালো জায়গা, এত বড় সাপের অস্তিত্বই তা প্রমাণ করে।’

রেজাউল করিম চৌধুরী আরও বলেন, ‘লাউয়াছড়া এলাকায় জনসংখ্যা বৃদ্ধির কারণে প্রাণীরা মাঝেমধ্যে লোকালয়ে বেরিয়ে আসে। আমাদের সবার দায়িত্ব প্রাণীরা যেন নির্বিঘ্নে বনের ভেতর চলাফেরা করতে পারে, এর সুযোগ করে দেওয়া।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত