Ajker Patrika

দুই আসামির মৃত্যুদণ্ড বহাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৭: ৩৯
দুই আসামির মৃত্যুদণ্ড বহাল

পটুয়াখালীর দশমিনা থানার শিশু তানিয়াকে অপহরণ করে ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ। গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আসামিদের আপিল খারিজ করে রায় দেন।

আসামিরা হলেন- দশমিনার গাচিয়ানির খোরশেদ হাওলাদারের ছেলে নুর আলম হাওলাদার ওরফে পাচু ওরফে সুমন ওরফে নুরুল আলম এবং আবু তাহের খলিফার ছেলে মিরাজ খলিফা। তবে এই মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি জাফর গাজী মৃত্যুবরণ করায় তার আপিল বাদ (অ্যাবেট) দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, তিন আসামি ২০০৫ সালের ২০ সেপ্টেম্বর শিশু তানিয়াকে অপহরণের পর ধর্ষণ শেষে হত্যা করে। আসামিরা ঘটনায় জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছিল। বরিশালের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক ২০০৬ সালের ২৭ এপ্রিল ৩ জনকে মৃত্যুদণ্ড দেন। নিয়ম অনুসারে মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য নথি হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি আসামিরা আপিল করেন।

ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে ২০১২ সালের ২৯ ফেব্রুয়ারি হাইকোর্ট বিচারিক আদালতের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন। পরে আসামিরা আপিল বিভাগে আবেদন করলে শুনানি শেষে মঙ্গলবার তা খারিজ করে দেন আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত