Ajker Patrika

বিপদ বাড়াচ্ছে অঝোর বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ জুন ২০২২, ০৮: ৩৪
বিপদ বাড়াচ্ছে অঝোর বৃষ্টি

দেশের অন্তত ১৬ জেলার বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সুরমা, কুশিয়ারা, খোয়াই, ব্রহ্মপুত্র ও যমুনাসহ অন্তত ১১টি নদীতে পানি বেড়েই চলেছে। মুষলধারে বৃষ্টিও হচ্ছে বিভিন্ন স্থানে। বৃষ্টি হচ্ছে সীমান্তের ওপারে ভারতের বিভিন্ন স্থানে। এবং এই বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র ও আবহাওয়া বিভাগ। ফলে দেশে আগামী কয়েক দিন বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

এদিকে বন্যার কারণে খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিতে শুরু করেছে অনেক এলাকায়। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নারী, শিশু ও বৃদ্ধরা। ঢলের পানিতে তলিয়ে গেছে সবজিখেত, রোপা ধানের জমি। ভেসে গেছে পুকুরের মাছ। স্থানীয় হাসপাতালে পানি ঢুকে পড়ায় অনেক স্থান থেকে রোগীদের সরিয়ে নিতে হয়েছে।

বন্যার পানিতে ডুবে কয়েকটি স্থানে প্রাণহানির খবর পাওয়া গেছে। নেত্রকোনার দুর্গাপুরের বন্যার পানিতে ডুবে আক্কাস আলী (২৭) নামে এক যুবক নিখোঁজ হয়েছে। নিখোঁজের ১৬ ঘণ্টা পরও তাঁর সন্ধান মেলেনি। শেরপুরের ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলের পানিতে গত শুক্রবার নিখোঁজ হয়েছিলেন আশরাফ আলী (৬০) নামে এক কৃষক ও আবুল কালাম (৩৩) নামে এক রাজমিস্ত্রির। গতকাল তাঁদের লাশ উদ্ধার করা হয়েছে।

সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি সামাল দিতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি সেনা ও নৌবাহিনী এবং কোস্ট গার্ড সাহায্য করছে। ইতিমধ্যে পানি বেড়ে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে নেত্রকোনায়। বাংলাদেশসহ ভারতের আসাম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, বিহার ও ত্রিপুরায় সারা দিন ভারী বৃষ্টির কারণে উজান থেকে নেমে আসা পানির ঢলে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। হুমকিতে আছে মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আভাস দিয়েছে, সিলেটে আরও অন্তত দুই দিন বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। কুড়িগ্রামসহ উত্তরের জনপদে আরও তিন দিন এমন অবস্থা চলবে। ফলে শিগগির এসব অঞ্চলে বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে না।

এ বিষয়ে জানতে চাইলে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভূঁইয়া বলেন, আপাতত বন্যা পরিস্থিতি উন্নতির কোনো সম্ভাবনা নেই। ভারতের ছয়টি রাজ্যে ভারী বৃষ্টিপাতের কারণে যে পাহাড়ি ঢল নেমে আসবে তার প্রভাব পড়বে দেশের সিলেট, সুনামগঞ্জ, হাওর অঞ্চল ও উত্তরের জেলাগুলোতে। ত্রিপুরায় বৃষ্টির কারণে নতুন করে বন্যা দেখা দেবে সিলেট অঞ্চলের আরও তিন জেলায়। ভারতের আসাম, ত্রিপুরাসহ বেশ কিছু রাজ্যে আগামী দুই দিনের আবহাওয়ার পূর্বাভাসে ভারী বৃষ্টি হওয়ার কথা বলা হয়েছে। সে হিসেবে দেশের যমুনা, পদ্মা, সুরমা, কুশিয়ারা, তিস্তা, ধরলা ও দুধ কুমারসহ সব প্রধান নদীতে পানি বাড়বে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী গতকাল সিলেটে ২৮২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তাই বন্যার পানি নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপই কাজ করছে না। সে জন্য ওই অঞ্চলের রাস্তাঘাট কেটে হলেও পানি নিষ্কাশনের মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে। পানি ওঠায় সিলেট স্টেশনের সঙ্গে ট্রেন চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্যার পানির স্রোতে রেল লাইনের নিচের মাটি ধসে যাওয়ায় নেত্রকোনার সঙ্গেও বন্ধ রয়েছে রেল যোগাযোগ। সারা দেশের সঙ্গে গত দুই দিন থেকে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে সুনামগঞ্জের।

প্রচণ্ড স্রোতের কারণে নবনির্মিত পদ্মা সেতুর নিচ দিয়ে মুন্সিগঞ্জের মাওয়া সংলগ্ন বাংলাবাজার ও মাদারীপুরের শিমুলিয়া রুটি গতকাল থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। বৃষ্টির কারণে স্পিডবোটে পার হওয়া থেকেও বিরত থাকছেন যাত্রীরা। তবে বাতাস না থাকায় লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। বৃষ্টি ও ঢলের পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট কার্যালয় ও কাস্টমস হাউস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত