Ajker Patrika

বিদ্যালয়ের পরিত্যক্ত জমিতে ঘর নির্মাণ চেয়ারম্যানের

আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১৩: ০২
বিদ্যালয়ের পরিত্যক্ত জমিতে ঘর নির্মাণ চেয়ারম্যানের

ঝিকরগাছার শংকরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিসার উদ্দিনের বিরুদ্ধে প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ করেছেন এলাকাবাসী।

তাঁরা বলছেন, চার দশক আগে ৪২ শতক জমির ওপর একটি প্রাথমিক বিদ্যালয় ছিল। সেটি বন্ধ যাওয়ায় পরিত্যক্ত অবস্থায় ছিল ওই জমি।

কিন্তু চার বছর ধরে সেই জমি নিজেদের গোত্রের দাবি করে চেয়ারম্যান নিসার উদ্দিন গাছ রোপণ ও ঘর নির্মাণ করে দখলে নিয়েছেন।

ঘটনাটি ঘটেছে উপজেলার শংকরপুরের ছোট পৌদাউলিয়া গ্রামে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হক বলছেন, সরকারি ওই জমি নিজেদের দাবি করে চেয়ারম্যান নিসার উদ্দিন মামলা করেছেন। ফলে আইন অনুযায়ী, বিবাদমান জমিতে তিনি কোনো ঘর নির্মাণ বা গাছপালা লাগাতে পারেন না।

সরেজমিনে দেখা গেছে, বাঁকড়া-বাগআঁচড়া সড়কের পাশে ছোট পৌদাউলিয়া গ্রামের ৪২ শতক সরকারি জমি চেয়ারম্যান নিসার উদ্দিন বেড়া দিয়ে দখল করে রেখেছেন। ভেতরে আম, কাঁঠালসহ বিভিন্ন গাছগাছালিও লাগিয়েছেন। জমির পূর্ব-পশ্চিম পাশে সড়কের ধারে টিন দিয়ে একটি ঘরও নির্মাণ করছেন এই চেয়ারম্যান। এর আগে তিনি আরও দুটি ঘর ইট দিয়ে নির্মাণ করেছেন। নতুন করে আবার একটি টিনের ঘর নির্মাণ শুরু করলে গ্রামবাসী তাতে বাধা দেয়।

গ্রামের ইসমাইল হোসেন সরদার বলেন, ‘১৯৮৪ সালের দিকে সরকারি এ জমির ওপর একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল। পরে বিদ্যালয়টি বন্ধ হয়ে যায়।’

গ্রামের ইউনিয়ন পরিষদ সদস্য মুজিবুর রহমান বলেন, ‘আমরা কাগজপত্র সবই দেখেছি। তাতে জমিটি সরকারি হিসেবে পাওয়া গেছে। কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিসার উদ্দিন জমি দখল নিয়ে রেখেছেন।

অভিযুক্ত চেয়ারম্যান নিসার উদ্দিন বলেন, ‘এই জমি এক সময় আমাদের গোত্রের ছিল। যেহেতু প্রতিষ্ঠান নেই তাই, স্থাপনা তৈরি করা হয়েছে।’

তবে সরকারি কাগজপত্রে জমির মালিক সরকার এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে আদালতে মামলা চলছে।’

ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল হক বলেন, ‘ওই জমির মালিক সরকার। চেয়ারম্যান নিসার উদ্দিন মালিকানা দাবি করে আদালতে মামলা করেছেন ঠিক তবে রায়ের আগে দখল নেওয়া অপরাধ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত