Ajker Patrika

দীর্ঘদিন অকেজো দুই সেতু ভুগছে ৩০ হাজার মানুষ

মেঘনা প্রতিনিধি
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ২৩
দীর্ঘদিন অকেজো দুই সেতু ভুগছে ৩০ হাজার মানুষ

কুমিল্লার মেঘনা উপজেলার কদমতলা বাসস্ট্যান্ড থেকে সেননগর বাজার পর্যন্ত চার কিলোমিটার সড়কের দুটি সেতুই অকেজো হয়ে পড়েছে। দেড় বছর আগে এ সেতু দুটি দেবে গিয়ে চলাচল অনুপযুক্ত হয়ে পড়েছে। এতে এ এলাকার ৩০ হাজার মানুষ দুর্ভোগে পড়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, খিরাচক বাজারসংলগ্ন ও খিরাচক গ্রামের পশ্চিম পাশের এ দুটি সেতু দুটি ভেঙে পড়েছে। দুটি ইউনিয়নের প্রায় ৩০ হাজার মানুষ এ সেতু দিয়ে যাতায়াত করতে হয় প্রতিদিন। দীর্ঘদিন ধরে সেতু দুটি অকেজো হয়ে পড়ায় যাতায়াতে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। দুটি ইউনিয়নের সেতুবন্ধন বিচ্ছিন্ন হওয়ায় জীবনযাত্রায় পোহাতে হচ্ছে অসহনীয় ভোগান্তি।

খিরাচক বাজার, সেননগর বাজার, দৌলত হোসেন সরকারি হাইস্কুল, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, সোনারচর ভূমি অফিসসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ভাটেরচর সংযোগ সড়কের কদমতলা স্ট্যান্ডে যাতায়াতসহ বিভিন্ন প্রয়োজনে সড়কটি ৩০ হাজার গোষ্ঠীর অতি গুরুত্বপূর্ণ সড়ক। সেতু দুটির বেহাল অবস্থায় জীবনযাত্রায় পড়েছে নানা প্রভাব। ঝুঁকি নিয়ে যাতায়াতে ঘটছে দুর্ঘটনা।

স্থানীয় দৌলত হোসেন সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ঊর্মি বলে, ‘স্কুল খোলা থাকার সময় প্রতিদিন অনেক ঝুঁকি নিয়ে যাওয়া-আশা করা হতো এই সেতু দিয়ে।’

মির্জানগর গ্রামের মো. মাঈনুদ্দিন জানান, সেতু দুটি দিয়ে প্রতিদিন কোনো না-কোনো কাজে আশা-যাওয়া করতে হয়। এদিকে কারও নজর নেই। সেননগর বাজারের দোকানি স্বাধীন বলেন, ঐতিহাসিক এ বাজারে দুটি ইউনিয়নের মানুষ প্রতিদিন বাজার করতে আসত। সেতুগুলো অকেজো হওয়ার ফলে এখন আর মানুষ আগের মতো আসে না।

খিরাচক গ্রামের কৃষক আল আমিন বলেন, ‘আগে সবজি চাষ করে সেননগর বাজারে নিয়ে বিক্রি করতাম। অনেক দাম পাওয়া যেত। এখন এ সেতুর ওপর দিয়ে চলাচল করা যায় না।’

এ বিষয়ে গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাঈনুদ্দিন মুন্সি তপন বলেন, ‘সেতু দুটি জনগণের জন্য অতি গুরুত্বপূর্ণ। দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য দাবি জানাচ্ছি।’

ভাওরখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেন, ‘আমি নতুন নির্বাচিত হয়েছি। এ দুটি সেতুর জন্য দুটি ইউনিয়নের মানুষ অনেক পিছিয়ে আছে। আশা করি ধসে যাওয়া সেতুর কাজ দ্রুত শুরু হবে।’

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী খন্দকার মাহমুদুল আশরাফ আজকের পত্রিকাকে বলেন, দুটি সেতু নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত