Ajker Patrika

জঙ্গি সন্দেহে নগরীতে ১০ জন আটক

খুলনা প্রতিনিধি
আপডেট : ২০ মার্চ ২০২২, ১৪: ৪০
জঙ্গি সন্দেহে নগরীতে ১০ জন আটক

নগরীর খালিশপুরে নির্মাণাধীন একটি বাড়ি থেকে জঙ্গি সন্দেহে ১০ জনকে আটক করেছে র‍্যাব। তাঁরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির মতাদর্শ নিয়ে নতুন জঙ্গি সংগঠন তৈরির কাজ করছিলেন বলে জানিয়েছেন র‍্যাব কর্মকর্তারা।

আটক ব্যক্তিরা হলেন নতুন সংগঠনের আমির আনোয়ার কবির মিলন ওরফে মিলাদ হোসেন (৬০), সোহেল রানা (৩৫), আমিনুল ইসলাম (৪০), কামরুল ইসলাম (৫৫), রিফাত রহমান (২৪), আব্দুর রউফ (৬২), শেখ ফরিদ (৩২), আব্দুল আলিম (৫০), মো. রফিকুল ইসলাম (৪৬) ও তালহা ইসলাম (১৯)। ঘটনাস্থল থেকে উগ্রবাদী বই ও নথিপত্র উদ্ধার করা হয়।

গতকাল শনিবার খুলনার লবনচরায় র‍্যাবের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান র‍্যাব-৬-এর অধিনায়ক লে. কর্নেল মোস্তাক আহমেদ। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত খালিশপুরের বিআইডিসি রোডে নির্মাণাধীন বাড়িতে অভিযান চালিয়ে জঙ্গি সদস্যদের আটক করা হয়।

নতুন সংগঠনের আমির আনোয়ার কবির মিলন ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত সৌদি আরবে লেখাপড়া করেন। এরপর দেশে ফিরলে তাঁর সঙ্গে ভোলার চরফ্যাশন এলাকার অধ্যাপক মজিদের পরিচয় হয়। অধ্যাপক মজিদ জেএমবির আমির শায়খ আব্দুর রহমান ও শায়খ সাইদুর রহমানের অনুসারী ছিলেন।

এর আগে ২০১২ সালে ডিবি পুলিশের অভিযানে গ্রেপ্তার হন আনোয়ার কবির মিলন। পরে তিনি জামিনে ছাড়া পান। এরপর থেকে তিনি নিজস্ব জঙ্গি সংগঠন তৈরির কাজ শুরু করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত