Ajker Patrika

শিল্প ও বণিক সমিতির তফসিল ঘোষণা

মধুপুর প্রতিনিধি
আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১৪: ০০
শিল্প ও বণিক সমিতির তফসিল ঘোষণা

ব্যবসায়ীদের বৃহৎ সংগঠন মধুপুর শিল্প ও বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক এমপি খন্দকার আনোয়ারুল হক।

তফসিল অনুযায়ী আগামী ৫ মার্চ শনিবার বিরতিহীনভাবে মধুপুর রাণী ভবানী মডেল সরকারি উচ্চবিদ্যালয়ে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৯টি পদে ভোট গ্রহণ হবে। এ সময় নির্বাচন কমিশনার সুবল চন্দ্র সাহা ও নির্বাচন কমিশনার বেলাল হোসেন ফকির, উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদিন, প্রেসক্লাব সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও বণিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

প্রধান নির্বাচন কমিশনার খন্দকার আনোয়ারুল হক সাংবাদিক ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, বণিক সমিতির ১৯টি পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে। ২৯ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। মনোনয়ন পত্র বিক্রয় হবে ১২ ও ১৩ ফেব্রুয়ারি। ১৪ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা নেওয়া হবে। প্রত্যাহার, যাচাই, বাছাই শেষে ২০ ফেব্রুয়ারি প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ও ২২ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোট হবে ৫ ফেব্রুয়ারি শনিবার। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত