Ajker Patrika

টঙ্গিবাড়ী-মাওয়া সড়কে বৃষ্টি হলেই বাড়ে দুর্ভোগ

টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ০৯: ৫২
টঙ্গিবাড়ী-মাওয়া সড়কে বৃষ্টি হলেই বাড়ে দুর্ভোগ

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার টঙ্গিবাড়ী-মাওয়া সড়কের পিচ কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে খানাখন্দের। সামান্য বৃষ্টিতেই সড়কের এসব খানাখন্দে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে যান চলাচলে বিঘ্ন ঘটে। পথচারীদের ভোগান্তি পৌঁছায় চরমে।

গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে উপজেলার লক্ষাধিক মানুষ গণপরিবহনে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, মাওয়া, সিরাজদিখানসহ ঢাকায় যাতায়াত করে। গতকাল মঙ্গলবার উপজেলার বালিগাঁও বাজারে সরেজমিনে দেখা যায়, সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। পানিনিষ্কাশনের কোনো ড্রেন নেই। সড়কে বৃষ্টির পানি জমে রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

গাড়িচালক বাদশা মিয়া বলেন, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত রয়েছে। বৃষ্টি হলে সেগুলো ডুবে থাকে। গর্তে পড়ে গাড়ি উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটে। এগুলো যেন দেখার কেউ নেই।

বাদশা মিয়া আরও জানান, সড়কটি দ্রুততম সময়ের মধ্যে সংস্কার না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই জরুরি ভিত্তিতে সড়কটি সংস্কার করা প্রয়োজন।

বালিগাঁও প্রধান সড়কের পাশের কনফেকশনারির দোকানি তাজমহল বলেন, একটু বৃষ্টিতেই মনে হয় এটা কোনো সড়ক নয়, নদীর ওপর দিয়ে গাড়ি চলছে। পানি অপসারণের কোনো ড্রেনেজ ব্যবস্থা না থাকায় রাস্তার এই অবস্থা।

মুন্সিগঞ্জ সড়ক ও জনপদ উপবিভাগীয় প্রকৌশলী ফাহিম রহমান খান আজকের পত্রিকাকে জানান, সড়কটি সংস্কার করার জন্য দরপত্র হয়েছে। ঠিকাদারও কাজ শুরু করেছে। হাতিমারা থেকে কাজ শুরু হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত