Ajker Patrika

জামিনে বেরিয়ে বাদীকে খুনের হুমকি দিচ্ছেন ইউপি সদস্য

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১০: ১০
জামিনে বেরিয়ে বাদীকে খুনের হুমকি  দিচ্ছেন ইউপি সদস্য

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের মারবদী গ্রামের নয়ন হত্যার মামলার প্রধান আসামি ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য দেলোয়ার হোসেনসহ আসামিরা জামিনে এসে বাদী ও তাঁর স্বজনদের প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে নিহত নয়নের চাচাতো ভাই আজিজুল ইসলাম বাদী হয়ে সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি করেছেন।

থানায় দায়ের করা সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়, তিনি উপজেলার মারবদী গ্রামের বাসিন্দা। গত ৩১ জানুয়ারি রাতে তাঁর চাচাতো ভাই নয়ন মিয়াকে হত্যা করে সাজালেরকান্দি সড়কের পাশে ফেলে যায়। পর দিন ঘটনাস্থল থেকে এলাকাবাসী ইউপি সদস্য দেলোয়ার হোসেনকে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়। হত্যা মামলায় ১ ফেব্রুয়ারি সনমান্দী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য দেলোয়ার হোসেন ও তাঁর সহযোগী সজীব, সুমন ও সুজন জেলহাজত থেকে জামিনে বেরিয়ে এসে নয়ন হত্যা মামলার বাদী আলম ব্যাপারী ও তাঁকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। ঘটনার পর থেকে সন্তানদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি।

এ বিষয়ে সোনারগাঁ থানার পরিদর্শক (অপারেশনস) মাহফুজুর রহমান জানান, থানায় সাধারণ ডায়েরি নেওয়া হয়েছে। বিষয়টির তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত উপজেলার সনমান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য প্রার্থী ছিলেন দেলোয়ার হোসেন ও ফিরোজ মিয়া। নয়ন মিয়া ফিরোজ মিয়ার পক্ষে নির্বাচন করেন। নির্বাচনের আগেই দেলোয়ার হোসেন ও তাঁর সমর্থকেরা হুমকি-ধমকি দিয়ে আসছেন। নির্বাচনে দেলোয়ার হোসেন জয়ী হওয়ার পরই নয়ন মিয়া পাশের বন্দর উপজেলার কেওঢালা এলাকায় বাসাভাড়া নিয়ে বসবাস করেন। পরে ৩১ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় মারুবদী আসার উদ্দেশে বাসা থেকে বের আর ফেরেননি। রাতভর মোবাইল ফোনে যোগাযোগ করেও আর খোঁজ পাওয়া যায়নি। পরে ১ জানুয়ারি সকালে সাজালেরকান্দি সড়কের পাশে তাঁর লাশ পাওয়া যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত