Ajker Patrika

পত্নীতলায় গ্রেপ্তার-আতঙ্ক পুরুষেরা বাড়িছাড়া

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১৪: ৪৮
পত্নীতলায় গ্রেপ্তার-আতঙ্ক পুরুষেরা বাড়িছাড়া

নওগাঁর পত্নীতলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে আগুন ও হামলার ঘটনায় পত্নীতলা থানায় অজ্ঞাতনামা আড়াই হাজার মানুষকে আসামি করে মামলা হয়েছে। এরপর থেকেই গ্রেপ্তারের ভয়ে আত্মগোপনে গেছেন ঘোষনগর ইউনিয়নের কমলাবাড়ীসহ তিনটি গ্রামের পুরুষেরা।

স্থানীয় নারীরা বলছেন, মামলার পর গ্রেপ্তারের আতঙ্কে পুরুষেরা বাড়ি ছেড়ে পালিয়েছেন। ঘটনায় জড়িত অনেকেই আত্মগোপনে চলে গেছেন। আবার ঘটনার সঙ্গে জড়িত নেই, কিন্তু পুলিশের হয়রানির শিকার হতে পারেন এমন আশঙ্কায় অনেকে পালিয়ে আছেন। ফলে পুরুষশূন্য হয়ে পড়েছে ঘোষনগর ইউনিয়নের অন্তত তিনটি গ্রাম। গ্রামগুলো হলো কমলাবাড়ী, আমদাপুর ও গোবরাকুড়ি।

গত শনিবার সকালে কমলাবাড়ী গ্রাম ঘুরে দেখা যায়, গ্রামের মোড়গুলোতে আগের মতো ব্যস্ততা নেই বললেই চলে। ঘটনার পর দোকানপাট বন্ধ থাকছে। কয়েকজন বলেন, মামলার খবর পাওয়ার পর থেকেই গ্রামের পুরুষেরা এলাকাছাড়া। ওই এলাকার নারীরা বলেন, বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই। নারীরা শুধু বাড়িতে আছেন, তাঁরাই বাজারসদাই করছেন। সব মিলিয়ে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে। শুধু কমলাবাড়ী নয়, পাশের আমদাপুর ও গোবরাকুড়ি গ্রামেও কোনো পুরুষ নেই। সবাই পালিয়েছেন বলেও জানান তাঁরা।

কমলাবাড়ী গ্রামের বাসিন্দা মাহমুদা বেগম বলেন, ঘটনার পর মসজিদের ইমাম, মুয়াজ্জিনও গ্রামের ভেতর দিয়ে না এসে অন্য পথ দিয়ে মসজিদে আসছেন। বর্তমানে আতঙ্কের মধ্য দিয়ে দিন পার হচ্ছে।

থানা-পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ইউপি নির্বাচনের ভোটগ্রহণ শেষে দুটি কেন্দ্রের ব্যালট ও মালামাল নিয়ে ফেরার সময় পুলিশের ও ম্যাজিস্ট্রেটের গাড়িতে আগুন ও হামলার ঘটনা ঘটে। এরপর সরকারি কাজে বাধা এবং পুলিশের গাড়িতে হামলার ঘটনায় ১১৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা দুই থেকে আড়াই হাজার মানুষকে আসামি করে মামলা হয়েছে।

এদিকে মামলার প্রধান আসামি ঘোষনগর ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফারজানা পারভীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া ফারজানার স্বামী মতিউর রহমানসহ গতকাল রোববার সকাল পর্যন্ত এজাহারনামীয় পাঁচজনকে গ্রেপ্তার ও সন্দেহভাজন দুজনকে আটক করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

এরই মধ্যে গত শুক্রবার দিবাগত রাতে গ্রেপ্তার হওয়া মামলার প্রধান আসামি ফারজানার বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। পুরুষশূন্য গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনাটি আরও বেশি আতঙ্ক তৈরি করেছে গ্রামের নারীদের।

এ বিষয়ে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ্ বলেন, নির্বাচনী সহিংসতার ঘটনায় মামলা হয়েছে। তদন্তের স্বার্থে ওই গ্রামে যেতে হয় পুলিশের। যেহেতু অজ্ঞাতনামা আড়াই হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে, যার কারণে অধিকাংশ পুরুষ মানুষ পালিয়েছেন। তবে গ্রামটি পুরুষশূন্য হয়নি।

শামছুল আলম শাহ্ আরও জানান, ওই এলাকায় যেন আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য কমলাবাড়ী গ্রামে পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে।

নওগাঁর পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, যাঁরা সহিংসতায় অংশ নিয়েছেন, তাঁদের চিহ্নিত করা হচ্ছে। পুলিশ চায় না কোনো নিরীহ মানুষ হয়রানির শিকার হোক। পুলিশ চাইছে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত