Ajker Patrika

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

কেরানীগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১০: ৪০
স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

কেরানীগঞ্জে স্ত্রী সীমাকে (২২) শ্বাসরোধে হত্যার অভিযোগে তাঁর স্বামী সোহেল ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে টাঙ্গাইলের ভূঞাপুর থানার রামাইল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গতকাল সকালে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবির এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সীমা হত্যার ঘটনায় তার মা লিপি আক্তার বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার সন্দেহভাজন আসামি হিসেবে সোহেল ভূঁইয়াকে গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত থাকে। এরই একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার ভোরে তাঁকে গ্রেপ্তার করা হয়।

শাহাবুদ্দিন কবির বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। সোহেল জানিয়েছেন, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে বাড়ির পাশের ডোবার ঝোপের মধ্যে ফেলে পালিয়ে যান তিনি।।

উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর রাতে হত্যার শিকার হন সীমা। দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুল্লাহপুর করেরগাঁও এলাকার জলিল সওদাগরের বাড়ির পাশের ডোবার ঝোপের আড়াল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত