Ajker Patrika

এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া ও নাসিরনগর প্রতিনিধি
আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৬: ০৫
এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সবজি খেতে মুরগি যাওয়ায় রহিমা বেগম (৫০) নামের এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত শনিবার দুপুরে নাসিরনগর বেলুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সবজি খেতের মালিক মহর ইসলামসহ তিনজনকে আটক করেছে পুলিশ। রহিমা উপজেলার পূর্বভাগ ইউনিয়নের বেলুয়া ভুবন মাদ্রাসা এলাকার সোলেমান মিয়ার স্ত্রী।

রহিমার ভাতিজা বিল্লাল আহমেদ বলেন, ‘গত শনিবার সকালে তাঁর চাচি রহিমা বেগমের ৪-৫টি মুরগি পাশের বাড়ির মহর ইসলামের সবজি খেতে যায়। এ বিষয় নিয়ে দুজনের মধ্যে কথা–কাটাকাটি হয়। দুপুরে মহর ইসলামের স্ত্রী ও তাঁর ছেলে-মেয়েকে নিয়ে রহিমাকে পিটিয়ে আহত করেন। পরে তাঁকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গতকাল রোববার দুপুরে তাঁর মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ময়নাতদন্ত করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার আজকের পত্রিকাকে বলেন, এটি হত্যাকাণ্ড নাকি সাধারণ মৃত্যু সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না। রহিমা বেগমের পরিবার থেকে এখনো কোনো অভিযোগ পাইনি। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত