Ajker Patrika

সিরাজগঞ্জে ভোট ছাড়াই ৬ চেয়ারম্যান বিজয়ী

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১৭: ১৯
সিরাজগঞ্জে ভোট ছাড়াই ৬ চেয়ারম্যান বিজয়ী

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সিরাজগঞ্জের ১৭টি ইউপির মধ্যে ৬টিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পর সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আজিজার রহমান ও রায়গঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুজ্জামান পৃথকভাবে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

চেয়ারম্যান পদে নির্বাচিত প্রার্থীরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেন, ছোনগাছা ইউনিয়নের মোহাম্মদ আলী জিন্নাহ ও সয়দাবাদ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নবিদুল ইসলাম এবং রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রাইসুল হাসান সুমন, ধানগড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মীর ওবায়দুল মাসুম ও ব্রহ্মগাছা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান গোলাম সরওয়ার লিটন।

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আজিজার রহমান জানান, গত মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল। শেষ পর্যন্ত কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সদর উপজেলার তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে তিনজনকে নির্বাচিত ও বিজয়ী ঘোষণা করা হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, গতকাল বুধবার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দের পর সদর উপজেলার তিনটি ইউনিয়ন ও রায়গঞ্জ উপজেলার তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় আওয়ামী লীগের প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়। তবে ওই সব ইউনিয়নে ইউপি সদস্য নির্বাচনের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার

‘বেয়াদবি ছুটায় দেব’: সরি বলতে অসুবিধা নেই, বললেন সেই জামায়াত নেতা

শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে কোমরপানি

ইসরায়েলের হামলার কী জবাব হবে—আরব-ইসলামিক সম্মেলন ডাকল কাতার

রাজাকারের বাচ্চারা মুক্তিযুদ্ধকে বিনাশ করতে পারবে না: ফজলুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত