Ajker Patrika

‘অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারে রোগ প্রতিরোধক্ষমতা কমছে’

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৪: ১৬
‘অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারে রোগ প্রতিরোধক্ষমতা কমছে’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষকেরা বলেছেন, অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত ব্যবহারের কারণে দেশের সব বয়সের মানুষের দেহে রোগ প্রতিরোধক্ষমতা কমে যাচ্ছে। ফলে সাধারণ রোগেও মৃত্যুর শঙ্কা বাড়ছে।

বিশ্ব অ্যান্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ উপলক্ষে গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এম ওয়াজেদ আলী একাডেমিক ভবনের সামনে শোভাযাত্রা পরবর্তী সমাবেশে শিক্ষকেরা এসব কথা বলেন।

গত ১৮ নভেম্বর থেকে শুরু হওয়া সচেতনতা সপ্তাহ চলবে ২৪ নভেম্বর পর্যন্ত।

সমাবেশে বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সভাপতি অধ্যাপক আজিজ আব্দুর রহমান ও ফার্মেসি অ্যাসোসিয়েশনের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শাহনাজ পারভীন|

ড. শাহনাজ পারভীন বলেন, ‘চিকিৎসক একজন রোগীর অবস্থা বুঝে ৫ থেকে ৭ দিনের একটা কোর্স দিয়ে থাকেন। কিন্তু কেউ যদি দুই দিন খেয়ে আর না খায়, তখন ওই অ্যান্টিবায়োটিক রোগীর শরীরে অকার্যকর হয়ে পড়ে। তখন আগের চেয়ে বেশি মাত্রার অ্যান্টিবায়োটিক দরকার হয়ে পড়ে।’

তিনি আরও বলেন, মানুষের শরীরের অ্যান্টিবায়োটিকের অতি ব্যবহার বা কোর্স শেষ না করার ফলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। তাঁর রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে যায়। ফলে যেকোনো রোগে সহজেই আক্রান্ত হওয়ার শঙ্কা বেড়ে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত