Ajker Patrika

অনুরাগের সিনেমায় দর্শনা

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, ১০: ৪০
অনুরাগের সিনেমায় দর্শনা

২০০৭ সালে ‘লাইফ ইন আ মেট্রো’ নামে সিনেমা বানিয়েছিলেন পরিচালক অনুরাগ বসু। পারিবারিক ও জীবনযুদ্ধের গল্পে তৈরি সিনেমাটি বেশ জনপ্রিয় হয়েছিল। সেই সিনেমায় প্রীতমের সুর ও সংগীতে ‘আলবিদা’ শিরোনামের গান গেয়ে বলিউড মাতিয়েছিলেন বাংলাদেশের রকস্টার জেমস। ১৫ বছর পর ‘লাইফ ইন আ মেট্রো’ সিনেমার সিক্যুয়েল নির্মাণ করছেন অনুরাগ। নাম ‘মেট্রো...ইন দিনো’।

সমসাময়িক বাস্তবতার ওপরেই তৈরি হবে এই সিনেমা। সম্পর্কের তিক্ততা এবং মিষ্টত্বকে নিয়েই গল্প বুনবে মেট্রো...ইন দিনো। এমনটাই জানিয়েছেন নির্মাতা। এতে প্রথমবারের মতো জুটি বাঁধছেন সারা আলী খান ও আদিত্য রায় কাপুর। নতুন খবর হলো অনুরাগ বসুর নতুন এই সিনেমায় যুক্ত হয়েছেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক। সিনেমার একটি মুখ্য চরিত্রে অভিনয় করবেন এই অভিনেত্রী।

দর্শনা বণিকগতকাল থেকে কলকাতায় শুরু হয়েছে সিনেমার শুটিং। এই সিনেমায় আরও রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, অনুপম খের, নীনা গুপ্তাসহ অনেকেই। মেট্রো...ইন দিনো সিনেমার গল্পের আলাদা আলাদা ট্র্যাক রয়েছে। দর্শনার সঙ্গে শাশ্বত, অনুপম খের ও নীনার কাহিনির যোগসূত্র রয়েছে বলে জানা গেছে।

দর্শনা বণিকএদিকে চলতি বছর বাংলাদেশের সিনেমায়ও দেখা গেছে দর্শনাকে। দীপংকর দীপনের পরিচালনায় ‘অপারেশন সুন্দরবন’ সিনেমায় একজন মেডিকেল অফিসারের চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘অন্তরাত্মা’ সিনেমাটি। এতে তাঁর বিপরীতে রয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। বলাই যায়, সবকিছু মিলিয়ে সিনেমায় ব্যস্ত সময় পার করছেন মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা দর্শনা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত