Ajker Patrika

নির্বাচনী সহিংসতায় আহত ১০

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৪: ১৬
নির্বাচনী সহিংসতায় আহত ১০

মির্জাগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে দেউলী সুবিদখালী ইউপির সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার সুবিদখালী বাজার সংলগ্ন স্টিল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন মোরগ প্রতীকের কবির জোমাদ্দারের সমার্থক ফারুক জোমাদ্দার, জালাল জোমাদ্দার ও ইব্রাহিম। তাঁরা মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

অপর দিকে গুরুতর আহত তালা প্রতীকের সমর্থক ইউসুফ আলী খানের ছেলে ইব্রাহিম ও স্ত্রী মমতাজ বেগমকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন।

তালা প্রতীকের প্রার্থী ইউসুফ আলী খান অভিযোগ করে বলেন, ‘বৃহস্পতিবার রাতে কবির জোমাদ্দার ভোট কেনার চেষ্টা করলে আমার ছেলে বাধা দেয়। এ নিয়ে কথা–কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।’

অপরদিকে মোরগ প্রতীকের প্রার্থী কবির জোমাদ্দার বলেন, ‘রাতে গণসংযোগ শেষে বাড়ি ফেরার পথে আমার সমর্থকদের ওপর তালা প্রতীকের সমার্থকেরা অতর্কিত হামলা চালায়।’

মির্জাগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার বলেন, ‘এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত