ড. মো. শাহজাহান কবীর
মহান আল্লাহর সাহায্য লাভের জন্য কোরআন-হাদিসের নির্দেশনা অনুযায়ী ফরজ আমলের পাশাপাশি নফল নামাজ পড়া, জিকির-তসবি পড়া, নফল রোজা রাখা, দান-সদকা করা, পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীর খোঁজখবর নেওয়া এবং তাঁদের হক আদায় করা, হালাল-হারাম মেনে চলা, কোরআন তিলাওয়াত করা এবং সৎকর্মশীল ব্যক্তির সঙ্গে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মহান আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো সাহায্যকারী নেই। বিপদ-আপদে তিনিই সবাইকে সাহায্য করেন। পৃথিবীর সবকিছু মহান আল্লাহ তাআলার হুকুমের আওতাধীন। তাই বিপদ-আপদ থেকে মুক্তি পেতে আল্লাহর কাছে ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাইতে হবে। পবিত্র কোরআনের সুরা বাকারার ১৫৩ আয়াতে এরশাদ হয়েছে, ‘তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর; নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীল মানুষদের সঙ্গে আছেন।’
আমরা বিপদে পড়ে যখন আল্লাহ তাআলার সাহায্য কামনা করি, তখন তিনি আমাদের ডাকে সাড়া দিয়ে এগিয়ে আসেন। তাই আল্লাহকে খুশি করতে কোরআন তিলাওয়াত ও দোয়া-দরুদ পড়তে হয়; তাঁর কাছে দোয়া, ফরিয়াদ ও কান্নাকাটি করতে হয়। দুনিয়ার কোনো কাজই আল্লাহর সাহায্য ছাড়া সফলতার মুখ দেখে না। মহানবী (সা.) এরশাদ করেন, ‘দোয়া মোমিনের হাতিয়ার, দ্বীনের স্তম্ভ এবং আসমান জমিনের আলো।’ তিরমিজি শরিফে বর্ণিত, মহানবী (সা.) এরশাদ করেন, ‘আল্লাহ তাআলার কাছে দোয়া অপেক্ষা কোনো জিনিসই অধিক ফজিলত ও সম্মানের নেই।’ হাদিসে আরও বর্ণিত হয়েছে, ‘দোয়া সকল ইবাদতের মগজ।’
তাই আমাদের দায়িত্ব হবে সব সময় মহান আল্লাহর দরবারে সাহায্য কামনা করা।
লেখক: বিভাগীয় প্রধান, ইসলামিক স্টাডিজ, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা
মহান আল্লাহর সাহায্য লাভের জন্য কোরআন-হাদিসের নির্দেশনা অনুযায়ী ফরজ আমলের পাশাপাশি নফল নামাজ পড়া, জিকির-তসবি পড়া, নফল রোজা রাখা, দান-সদকা করা, পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীর খোঁজখবর নেওয়া এবং তাঁদের হক আদায় করা, হালাল-হারাম মেনে চলা, কোরআন তিলাওয়াত করা এবং সৎকর্মশীল ব্যক্তির সঙ্গে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মহান আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো সাহায্যকারী নেই। বিপদ-আপদে তিনিই সবাইকে সাহায্য করেন। পৃথিবীর সবকিছু মহান আল্লাহ তাআলার হুকুমের আওতাধীন। তাই বিপদ-আপদ থেকে মুক্তি পেতে আল্লাহর কাছে ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাইতে হবে। পবিত্র কোরআনের সুরা বাকারার ১৫৩ আয়াতে এরশাদ হয়েছে, ‘তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর; নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীল মানুষদের সঙ্গে আছেন।’
আমরা বিপদে পড়ে যখন আল্লাহ তাআলার সাহায্য কামনা করি, তখন তিনি আমাদের ডাকে সাড়া দিয়ে এগিয়ে আসেন। তাই আল্লাহকে খুশি করতে কোরআন তিলাওয়াত ও দোয়া-দরুদ পড়তে হয়; তাঁর কাছে দোয়া, ফরিয়াদ ও কান্নাকাটি করতে হয়। দুনিয়ার কোনো কাজই আল্লাহর সাহায্য ছাড়া সফলতার মুখ দেখে না। মহানবী (সা.) এরশাদ করেন, ‘দোয়া মোমিনের হাতিয়ার, দ্বীনের স্তম্ভ এবং আসমান জমিনের আলো।’ তিরমিজি শরিফে বর্ণিত, মহানবী (সা.) এরশাদ করেন, ‘আল্লাহ তাআলার কাছে দোয়া অপেক্ষা কোনো জিনিসই অধিক ফজিলত ও সম্মানের নেই।’ হাদিসে আরও বর্ণিত হয়েছে, ‘দোয়া সকল ইবাদতের মগজ।’
তাই আমাদের দায়িত্ব হবে সব সময় মহান আল্লাহর দরবারে সাহায্য কামনা করা।
লেখক: বিভাগীয় প্রধান, ইসলামিক স্টাডিজ, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৩ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৩ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৩ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫