Ajker Patrika

ইনডোর বুঝে নেওয়ার অপেক্ষায় বিসিবি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
ইনডোর বুঝে নেওয়ার অপেক্ষায় বিসিবি

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ব্যাপক উন্নয়নের মধ্য দিয়ে গেছে গত এক বছরে। নতুন উইকেট তৈরি, গ্যালারি সংস্কার, ইনডোর তৈরিসহ এই স্টেডিয়ামে ভালোই সংস্কার হয়েছে। সবচেয়ে বড় পদক্ষেপ হিসেবে একাডেমি তৈরির পথেও এগিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগের চেয়ে বেড়েছে অনুশীলন উইকেট। মূল মাঠের দুই পাশে তৈরি হয়েছে এসব উইকেট। ব্যয় বেড়ে যাওয়ায় লম্বা হচ্ছিল আউটারের উইকেট তৈরির কাজ। অবশেষে শেষ হয়েছে সেগুলো।

চারটি সিমেন্টসহ মোট ১০ উইকেট এখন ব্যবহারের জন্য প্রস্তুত। চাইলে এখনই ব্যবহার করা যাবে উইকেটগুলো। তবে আগামী বিপিএল থেকে সেগুলো উন্মুক্ত করতে চায় বিসিবি। প্রস্তুত হয়ে আছে প্রায় তিন বছর ধরে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) অর্থায়নে হওয়া ঝিনুক আকৃতির ইনডোর। তবে এখনো সিডিএ এটি বিসিবির কাছে হস্তান্তর করেনি। এ নিয়ে ফজলে বারী বলেন, ‘এটা  ব্যবহারের জন্য প্রস্তুত। কেউ যদি চায়, তাহলে আমরা ব্যবহারের জন্য দেব। কিন্তু আনুষ্ঠানিকভাবে আমরা সিডিএ থেকে নেব। তারা আমাদের কাছে হস্তান্তর করবে। এটার জন্য কিছুদিন হয়তো সময় লাগবে। অপেক্ষা করছি।’

উইকেট আর ইনডোর প্রস্তুত হয়ে গেলেও অপেক্ষায় আছে বহুল প্রতীক্ষিত আধুনিক একাডেমি স্থাপনের কাজ। আঞ্চলিক ক্রিকেট সংস্থার মধ্যে ঢাকা, সিলেট ও চট্টগ্রামেই কাঠামো ঠিক হয়েছে। এর মধ্যে ঢাকা ও সিলেটে অবশ্য আধুনিক একাডেমির কাজ সম্পূর্ণ হয়েছে। জহুর আহমেদের মিডিয়া গেটের ডান পাশের খালি জায়গায় দুই দলের আবাসনসুবিধাসহ একাডেমি স্থাপনের জন্য রূপরেখা পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত