Ajker Patrika

ছাড়ের ওপর বিশেষ ছাড়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১০: ৪৯
ছাড়ের ওপর বিশেষ ছাড়

রাজধানীর পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পাওয়া যাচ্ছে রকমারি প্লাস্টিক পণ্য। এসব প্লাস্টিক পণ্যের মধ্যে গ্লাস, চামচ, জগ, মগ, থালা, বাটি, ঝুড়ি, ডাইনিং টেবিল, চেয়ার, আলমারি, খাট, খেলনা প্রভৃতি অন্যতম। আর পণ্যের ব্র্যান্ড, মান ও দাম যাচাই-বাছাই করে সেরাটা ক্রয় করতে এক স্টল থেকে অন্য স্টলে ছুটছেন ক্রেতারা। আর এক সঙ্গে বেশি পণ্য কিনলে পাচ্ছেন ছাড়ের ওপর বিশেষ ছাড়।

মেলা ঘুরে দেখা গেছে, এবার মাসব্যাপী মেলায় প্লাস্টিক পণ্যের বিভিন্ন রকমারি নিয়ে হাজির হয়েছে প্রাণ আরএফএল, বেঙ্গল, হ্যামকো ও আকিজসহ বিভিন্ন নামীদামি প্রতিষ্ঠান। বিভিন্ন প্রতিষ্ঠান ১০ টাকা থেকে ১০ হাজার টাকা দামের পণ্য বিক্রি করছেন। আর বিক্রয় বাড়াতে, ক্রেতার দৃষ্টি আকর্ষণ এবং শুধু বাণিজ্য মেলার জন্যও দিচ্ছে বিশেষ মূল্যছাড়। কিছু পণ্যে রয়েছে কম্বো অফার। আবার কিছু পণ্যের ক্ষেত্রে এক সঙ্গে ন্যূনতম ২ হাজার টাকার পণ্য কিনলে মোট মূল্যের ওপর বাড়তি ছাড় দিচ্ছেন বিক্রেতারা।

ভাটারা থেকে আসা গৃহিণী এসমোতারা খানম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি প্লাস্টিকের থালা, গ্লাস, বালতি, চেয়ার ও বাচ্চার জন্য খেলনা ক্রয় করতে মেলায় এসেছি। প্রথমে কয়েকটি স্টল ঘুরে পণ্যের ব্র্যান্ড, ডিজাইন, গুণগতমান ও দাম সম্পর্কে ধারণা নিলাম। মেলায় অন্য সময়ের তুলনায় দাম কম মনে হলো। প্রায় সব পণ্যে ছাড় রয়েছে। তবে কিছু কোম্পানি কম্বো ছাড় দিয়েছে। আর একসঙ্গে প্রায় ৪ হাজার টাকার পণ্য ক্রয় করে ছাড় মূল্যর চেয়ে আরও ৩০০ টাকা কম নিয়েছে বিক্রেতা।’

আরএফএল স্টলের বিক্রয়কর্মী কবির বলেন, ‘প্রতিবছরের মতো এবারও ক্রেতার চাহিদা বিবেচনা করে ৫ শতাধিক নতুন ডিজাইনের পণ্য নিয়ে এসেছি। আমাদের থালা, বাটি, গ্লাস প্রভৃতি ২০ টাকা থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। এক সঙ্গে বেশি পণ্য কিনলে রয়েছে মেলা উপলক্ষে দেওয়া ছাড়ের ওপর বিশেষ ছাড়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত