Ajker Patrika

বাউফলে ৩ কাউন্সিলর প্রার্থীর জরিমানা

আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ১৪: ২৯
বাউফলে ৩ কাউন্সিলর প্রার্থীর জরিমানা

পটুয়াখালীর বাউফল পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৩ জন কাউন্সিলর প্রার্থীর ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজিদুর রহমান এ জরিমানা করেন।

আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাংলাবাজার এলাকার কাউন্সিলর প্রার্থী টেবিল ল্যাম্প প্রতীকের মো. আজিজুর রহমান শিকদার তাঁর নির্বাচনী ক্যাম্পে ভোটারদের আপ্যায়ন করছেন। এমন অপরাধে ওই প্রার্থীর পক্ষে মো. জাহাঙ্গীর হোসেন নামে এক কর্মীকে ৫ হাজার টাকা জরিমানা করা করা হয়। অপর দিকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে শোডাউন করার দায়ে ৯ নম্বর ওয়ার্ডের পানির বোতল প্রতীকের নজরুল ইসলাম খানের পক্ষে ইউসুফ মিয়াকে ৫ হাজার টাকা ও ২ নম্বর ওয়ার্ডের ডালিম প্রতীকের মো. লিটনের পক্ষে মো. আমির হোসেন মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজিদুর রহমান বলেন, প্রার্থীর জরিমানা করা হলে নির্বাচনে অসুবিধা হতে পারে। এ কারণে প্রাথমিকভাবে তাঁদের পক্ষের ব্যক্তিকে নির্বাচনী আচরণবিধি ২০১৫ এর ৩১ (১) ধারা অনুযায়ী জরিমানা করা হয়েছে। পরবর্তীতে যদি এ ধরনের অভিযোগে প্রার্থীরা অভিযুক্ত হন। তাহলে প্রার্থীরা দণ্ডে দণ্ডিত হবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

‘কলেমা পড়ে বিয়ে’ করা স্ত্রীর ঘরে গিয়ে মধ্যরাতে ঘেরাও পুলিশ কনস্টেবল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত